Nothing Phone 2: নাথিং (Nothing) কোম্পানি ভারতে তাদের প্রথম ফোন নাথিং ফোন ১ (Nothing Phone 1) লঞ্চের পর হইচই পড়ে গিয়েছিল। সেমি ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল নিয়ে লঞ্চ হয়েছিল এই ফোন। এরপর অনেকেই আশা করেছিলেন নাথিং ফোন ১- এর সাকসেসর মডেল নাথিং ফোন ২- ও লঞ্চ হবে। তবে নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি জানিয়েছেন, এখনই নাথিং ফোন ২ লঞ্চের সম্ভাবনা নেই। বরং আপাতত নাথিং ফোন ১ - এর ব্যাপারে মনযোগ দিতে চায় সংস্থা। নাথিং ফোন ২ লঞ্চ হবে না বা এ জাতীয় কোনও কিছু বলেননি কার্ল পেয়ি। তবে অদূর ভবিষ্যতে এই ফোন লঞ্চের কোনও সম্ভাবনা নেই। 


কেন নজর কেড়েছিল নাথিং ফোন ১


নাথিং ফোন ১ লঞ্চ হয়েছিল সেমি ট্রান্সপারেন্ট LED রেয়ার প্যানেল নিয়ে। এখানে দেখা যাবে নোটিফিকেশন। কাস্টোমাইজও করা যাবে এই রেয়ার প্যানেল। গত ১২ জুলাই লঞ্চ হয়েছিল নাথিং ফোন ১। ২১ জুলাই ভারতে প্রথমবারের জন্য বিক্রি শুরু হয়েছিল নাথিং ফোন ১- এর। এই ফোনের বিভিন্ন ফিচারই মূলত আকর্ষণীয় হয়েছিল গ্রাহকদের কাছে। 


নাথিং ফোন (১)- এর বিভিন্ন ফিচার


নাথিং ফোন ১- এই ফোনে একটি Qualcomm Snapdragon 778G+ SoC রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৫৫ ইঞ্চির OLED ডিসপ্লে। ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলে সঙ্গে এই ফোনের রয়েছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস। নাথিং ফোন ১- এর ব্যাটারিও বেশ শক্তিশালী। ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এই ফোনে। ৩৩ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচার থাকার পাশাপাশি ১৫ ওয়াটের কিউআই ওয়্যারলেস চার্জিং ফিচার এবং ৫ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে।


Relme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series) দুটো ফোন রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি (Realme 10 Pro Plus 5G) ভারতে লঞ্চ হয়েছে। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৫,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। আর রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। দুটো ফোনই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হল রিয়েলমি ১০ প্রো প্লাস এবং রিয়েলমি ১০ প্রো- এই দুই ৫জি ফোন, রয়েছে দুর্দান্ত চার্জিং ফিচার, দাম কত?