Whatsapp Features: প্রায় প্রতি মাসেই ইউজারদের সুবিধার্থে নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ (New Whatsapp Feature)। জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) লেটেস্ট আপডেটে দেখা গিয়েছে মেটা (Meta) অধিকৃত এই মাধ্যমে স্টেটাস শেয়ারিং ফিচার চালু হয়েছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা হয়েছে এমন বিষয় ফেসবুকের সঙ্গেও যুক্ত হবে। মেটা'র আরেকটি মাধ্যম ইনস্টাগ্রামের সঙ্গে ফেসবুকের এভাবে সংযুক্তিকরণ ফিচার রয়েছে। এবার তা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপেও। নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে স্টেটাসে শেয়ার করা বিষয় সরাসরি এবং আপনাআপনি ফেসবুকে শেয়ার হয়ে যাবে। এর জন্য ইউজারকে অ্যাপ ছেড়ে বেরোতে হবে না।


সম্প্রতি হোয়াটসঅ্যাপ সংস্থা জানিয়েছে সমস্ত ইউজাররা আর কিছুদিনের মধ্যেই এই মাধ্যমের স্টেটাসে শেয়ার করা বিষয় ফেসবুকেও শেয়ার করতে পারবেন। ফেসবুক অপশনে অটো শেয়ার অন করা থাকলে আপনাআপনিই স্টেটাস শেয়ার হয়ে যাবে। এমনিতে এই অপশন অফই থাকবে। তবে ইউজার চাইলে সেটিংসে গিয়ে তা অন করতে পারবেন। আপাতত 'automatically share status on Facebook'- হোয়াটসঅ্যাপের এই ফিচার গ্লোবাল স্তরে রোল আউট শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি সব ইউজারদের জন্য এই ফিচার চালু হবে বলে অনুমান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার সকলের জন্য চালু হবে বলে শোনা যাচ্ছে। 


হোয়াটসঅ্যাপের স্টেটাসে ফেসবুকে শেয়ার করা গেলেও তা এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। এর পাশাপাশি ইউজারের কনট্যাক্ট, ফোন নম্বর, অন্যান্য ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না। হোয়াটসঅ্যাপ স্টেটাসের মতোই এই শেয়ার হওয়া স্টেটাসের ক্ষেত্রেও ইউজার বেছে নিতে পারবেন যে কারা তাঁর স্টেটাস দেখতে পাবেন, আর কারা পাবেন না। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী অ্যাপ টেলিগ্রামে এই স্টেটাস শেয়ারিং ফিচার রয়েছে। এবার আসতে চলেছে হোয়াটসঅ্যাপেও। 


হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদের হাতে আসতে চলেছে আরও ক্ষমতা


আপাতত হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যা গ্রুপ অ্যাডমিনদের (Whatsapp Group Admin) সাহায্য করবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে খবর, এমন একটি ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে গ্রুপের ক্ষেত্রে আরও বেশি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন অ্যাডমিনরা। কারণ এই নতুন ফিচারের সাহায্যে অ্যাডমিনরাই ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে জয়েন করবেন, আর কারা নয়। বর্তমানে এই approval feature নিয়ে চালু হয়েছে কাজকর্ম। হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সানে আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই মাধ্যমেই কার্যকর হবে এই নতুন ফিচার। অনেকসময়েই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনভাইট লিঙ্কের ভিত্তিতে যুক্ত হওয়া যায়। সেক্ষেত্রে অ্যাডমিনদের হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে। অর্থাৎ তাঁরা ঠিক করতে পারবেন যে কারা গ্রুপে যুক্ত হতে পারবেন, আর কারা পারবেন না। 


আরও পড়ূন- সাম্যের বার্তা আনে শিক্ষা, আগামীদিনে ভারতে আরও শিক্ষামূলক উদ্যোগ নিতে আগ্রহী অ্যাপেল সিইও টিম কুক