New Whatsapp Feature: বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা ইউজারদের জন্য নতুন একটি ফিচার লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে, মেটা (Meta) অধিকৃত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে মেসেজ এডিট (Message Edit) করার সুবিধা চালু হতে চলেছে। বর্তমানে কিছু সংখ্যাক বিটা টেস্টার এই ফিচারের সুবিধা পেয়েছেন। এখনও সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হয়নি। এক্ষেত্রে মেসেজ পাঠানোর পরেও তা এডিট করার অপশন পাবেন ইউজাররা। অর্থাৎ যদি প্রথমবার মেসেজ পাঠাতে গিয়ে কোনও ভুল হয়ে যায় তাহলে তা এডিট করার বা ঠিক করে নেওয়ার সুযোগ পাওয়া যাবে।


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ সংস্থা মেসেজ এডিট ফিচারের একদম শেষ পর্যায়ের কাজকর্ম করছে। তাই আরও কিছু বিটা টেস্টারদের ক্ষেত্রে এই ফিচার দ্রুত চালু হবে বলে অনুমান করা হচ্ছে। অ্যান্ড্রয়েড 2.23.10.13 আপডেটে লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটা ভার্সান ইনস্টল থাকলে নতুন ফিচারের সুবিধা পাবেন ইউজাররা। গুগল প্লে স্টোর থেকে এই নতুন আপডেটেড অ্যাপ পাওয়া যাবে। WABetaInfo আরও জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চালু হলে ইউজাররা এমনি চ্যাট বা গ্রুপে সবের ক্ষেত্রেই মেসেজ এডিটের অপশন পাবেন। 


WABetaInfo-র রিপোর্টে জানা গিয়েছে, মেসেজ অপশনের সঙ্গেই এডিট অপশন পাবেন ইউজাররা। একটা মেসেজ একাধিকবার এডিট করতে পারবেন ইউজাররা। এক্ষেত্রে কোনও সীমাবদ্ধতা নেই। কিন্তু মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে ওই মেসেজ এডিট করে ফেলতে হবে। তবে অন্য কোনও ডিভাইস থেকে আসা মেসেজ সেই সময়ে আপনি এডিট করতে পারবেন না। যখন একটি মেসেজ এডিট করা সম্পূর্ণ হবে তখন মেসেজের পাশে বাবলের মধ্যে 'এডিটেড' লেখা থাকবে। অনেক সময়েই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে গিয়ে আমাদের বানান ভুল হয়। স্বেচ্ছায় না হলেও ফোনের ডিকশনারি সেটিংস অন থাকলে বা অটো-কারেক্ট ফিচারের সাহায্যে যা আপনি লিখতে চাইছেন তার বদলে অন্য কিছু টাইপ হতে পারে। এক্ষেত্রে এই মেসেজ এডিট অপশন ইউজারদের জন্য খুবই উপকারী হবে।


হোয়াটসঅ্যাপ কলে দুর্নীতি


হোয়াটসঅ্যাপের মাধ্যমে নতুন করে দুর্নীতি (Scam) শুরু হয়েছে। আর তাই নিয়েই আতঙ্কে রয়েছেন ইউজাররা। এর আগেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজারদের টাকা লুঠ হয়েছে। কারণ এই অ্যাপের মাধ্যমে ইউজারদের নিশানা করা বেশ সহজ কাজ ছিল স্ক্যামারদের কাছে। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। মাসে ২ বিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে হোয়াটসঅ্যাপের। সম্প্রতি ফের স্ক্যামারদের নিশানায় রয়েছে হোয়াটসঅ্যাপের ইউজাররা। ট্যুইটারে অনেক ইউজার ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন যে তাঁরা আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পেয়েছেন। ভয়েস কল, ভিডিও কল, মেসেজ সবই এসেছে তাঁদের কাছে। জানা গিয়েছে, +84, +62, +60 এবং আরও অনেক নম্বর থেকে ফোন এসেছে হোয়াটসঅ্যাপে।


আরও পড়ুন- খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?