Whatsapp Features: হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে একটি নতুন ফিচার (Whatsapp Features)। এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপের (Whatsapp Group) মধ্যে কল শিডিউল করে রাখতে পারবেন। ভয়েস কল এবং ভিডিও কল সবই শিডিউল করা যাবে। জানা গিয়েছে, আইওএস বিটা টেস্টারদের জন্য এই ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে একসঙ্গে ৩২ জন যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিচার কল লিঙ্কও চালু করেছে সংস্থা। 


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WAbetainfo সূত্রে খবর, যে নতুন ফিচার আইওএস বিটা টেস্টারদের জন্য চালু হতে চলেছে তার নাম Schedule group call। আগে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিডিও এবং অডিও কল পরিকল্পনা করে তা শিডিউল করে রাখতে পারবেন ইউজাররা। আপাতত বিটা টেস্টারদের মধ্যে এই ফিচারের রোল আউট চালু হলেও যাঁরা অ্যাপেলের TestFlight প্রোগ্রাম ইনস্টল করেছেন তাঁরাও এই ফিচারের সুবিধা পাবেন। তবে সবটাই হবে আইওএস ইউজারদের ক্ষেত্রে। হোয়াটসঅ্যাপের এই শিডিউল গ্রুপ কল ফিচার অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য কবে চালু হবে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। আইফোনে iOS 23.4.0 ভার্সানে হোয়াটসঅ্যাপ আপডেট করা থাকলে এই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা। 


আইফোনে হোয়াটসঅ্যাপ আপডেট করা থাকলে গ্রুপের মধ্যে একটি শিডিউল কল বাটন দেখতে পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপের কল বাটনে ট্যাপ করলেই এই ফিচার দেখা যাবে। শিডিউল অপশনের সাহায্যে ইউজাররা বেছে নিতে পারবেন যে কখন কল শুরু করা যাবে। এমনকি একটি নাম দিয়েও হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কল শিডিউল করা যাবে। নির্দিষ্ট সময় হয়ে গেলে ইউজাররা একটি নোটিফিকেশন পাবেন যেখানে কলে যুক্ত হওয়ার বার্তা দেওয়া থাকবে ইউজারদের জন্য। 


হোয়াটসঅ্যাপ স্টেটাস


এতদিন হোয়াটসঅ্যাপ স্টেটাসে কেবল ছবি বা ভিডিও শেয়ার করার সুবিধা ছিল। তবে এবার হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট কিংবা অডিও ভার্সান যুক্ত করার ফিচারও চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে। ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্টেটাসে দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে। এখনও এই ফিচার চালু হয়নি। চলছে শেষ পর্যায়ের কাজকর্ম। খুব তাড়াতাড়িই এই ফিচার চালু হতে পারে হোয়াটসঅ্যাপে। 


পিন মেসেজ


হোয়াটসঅ্যাপে চ্যাট পিন করে রাখার সুবিধা রয়েছে। তবে শোনা যাচ্ছে, এবার এমন ফিচার আসতে চলেছে যেখানে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটের মধ্যেও বিভিন্ন মেসেজও পিন করে রাখা যাবে। এর ফলে কোনও দরকারি তথ্য সহজে খুঁজে পাওয়া যাবে। 


আরও পড়ুন- কর্মী ছাঁটাই প্রক্রিয়া থামছেই না ট্যুইটারে, ফের আশঙ্কার খবর, এবার চাকরি খোয়াতে পারেন প্রায় ২০০ জন