Elon Musk: ফের ট্যুইটারে কর্মী ছাঁটাই (Twitter Layoffs) করছেন ইলন মাস্ক (Elon Musk)। যবে থেকে মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন মালিক হয়েছেন, তখন থেকেই ব্যাপক হারে চলছে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া। সম্প্রতি শোনা যাচ্ছে, সংস্থার ওয়ার্ক ফোর্স ১০ শতাংশ কমাতে চলেছেন ইলন মাস্ক। আর তার জেরে একধাক্কায় চাকরি খোয়াতে পারেন প্রায় ২০০ কর্মী। ইলন মাস্ক ট্যুইটারের মালিক হওয়ার আগে ট্যুইটারের কর্মী সংখ্যা ছিল ৭৫০০- এর আশপাশে। তবে নতুন সিইও পদে ইলন মাস্ক আসীন হওয়ার পর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়েছে ট্যুইটারে। প্রায় ২৩০০ কর্মী ইতিমধ্যেই চাকরি খুইয়েছেন ট্যুইটার থেকে। নতুন দফার কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে আরও ১০ শতাংশ ওয়ার্ক ফোর্স কমতে চলেছে ট্যুইটারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে প্রায় ২০০ কর্মী এই পর্যায়ে ট্যুইটার থেকে চাকরি খোয়াতে পারেন। 


নতুন দফায় কোথা থেকে ছাঁটাই


শোনা যাচ্ছে, এবারের কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে প্রোডাক্ট ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ারদের উপরে। গত সপ্তাহের শেষে এই ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সাল অর্থাৎ গতবছর অক্টোবর মাসের শেষভাগে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই শুরু হয়েছে ব্যাপক হারে কর্মী ছাঁটাই। ট্যুইটারের নতুন মালিক হওয়ার পর ইলন মাস্ক প্রথম যে কাজটা শুরু করেছিলেন তা হল ব্যাপক হারে কর্মী ছাঁটাই। উপরমহলের কর্তারাও ইলন মাস্কের কোপ থেকে বাঁচতে পারেননি। 


ভারতে ট্যুইটারের অফিস বন্ধ


কয়েকদিন আগেই ভারতে ট্যুইটার কর্তৃপক্ষ তাদের দুটো অফিস বন্ধ করে দিয়েছে। কর্মীদের বাড়ি থেকে কাজ করার অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দেওয়া হয়েছে। খরচ নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েক মাসে এই ধরনের একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলেছে কর্মী ছাঁটাই। জানা গিয়েছে, ভারতে ট্যুইটারের যে দু'টি অফিস বন্ধ করা হয়েছে তার মধ্যে একটি রয়েছে রাজধানী শহর দিল্লিতে। অন্যটি রয়েছে বাণিজ্যনগরী মুম্বইতে। ব্লুমবার্গ সূত্রে খবর, ট্যুইটারের আর একটি অফিস রয়েছে দক্ষিণের টেক হাব বেঙ্গালুরু শহরে। 


ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন


ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription)। এতদিন পর্যন্ত ট্যুইটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Twitter Premium Subscription) নির্দিষ্ট কিছু দেশে উপলব্ধ ছিল। তবে এবার চালু হয়েছে ভারতেও। মাসে ৯০০ টাকা খরচের বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Tick) কিনতে পারবেন ভারতীয় ইউজাররা। 


আরও পড়ুন- নতুন লোগোয় ফিরবে পুরনো মান ! ৬০ বছর পর নয়া লোগো নোকিয়ার