Whatsapp Feature: ইউজারদের সুবিধা এবং নিরাপত্তার জন্য হামেশাই নতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। গত বছর তারা লঞ্চ করেছিল ডিসঅ্যাপিয়ারিং মেসেজ (Whatsapp Disappearing Message) ফিচার। এবার সেই ফিচারই নতুন করে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ ফিচারে কিছু আপডেট যুক্ত হয়েছে। আপাতত বিটা টেস্টারদের (Beta Tester) জন্য উপলব্ধ হয়েছে এই আপডেটেড ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার। নতুন আপডেটের মাধ্যমে টেক্সট মেসেজ হোয়াটসঅ্যাপ থেকে উধাও হবে নির্দিষ্ট সময়ান্তরে। তবে এখানে সময়টা পর্যবেক্ষণ করতে পারবেন ইউজাররাই। অর্থাৎ কতক্ষণ পরে মেসেজে ডিলিট হয়ে যাবে সেই সময়টা ইউজাররাই সেট করে দিতে পারবেন। আপাতত বিটা টেস্টাররা গুগল প্লে স্টোর থেকে ডিসঅ্যাপিয়ারিং মেসেজের আপডেটেড ভার্সান ডাউনলোড করে নিতে পারবেন। ফোন ইনস্টল করে ব্যবহারও করা যাবে।
হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ (আপডেট)
এই ফিচারের আপডেটে ইউজাররা বেশ কিছু সুবিধা পাবেন। যেমন- নতুন চ্যাটের ক্ষেত্রে ডিফল্ট মেসেজ টাইমার সেট করে রাখা যাবে। এর পাশাপাশি যে কথোপকথন সক্রিয় রয়েছে সেখানেও টাইমার সেট করা যাবে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ মেসেজ কখন আপনার চ্যাটবক্স থেকে উধাও হবে সেই সময়সীমা আপনিই বেছে নিতে পারবেন। Default Message Timer অপশন বেছে নিলে যে সময় দেওয়া হবে তারপর সমস্ত চ্যাট থেকে ওই মেসেজ ডিলিট হয়ে যাবে। অন্যদিকে Apply Timer to Chats অপশনের ক্ষেত্রে যে টাইমার আপনি সেট করে রাখবেন তারপরে নির্দিষ্ট চ্যাট থেকে ওইসব মেসেজ ডিলিট হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ কমিউনিটি
জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে সম্প্রতি চালু হয়েছে কমিউনিটি ফিচার। এর সাহায্যে হোয়াটসঅ্যাপের সমস্ত গ্রুপ একটা জায়গা আনা সম্ভব হবে। অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা ছাতার তলায় থাকবে। একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে ৫০টি হোয়াটসঅ্যাপ গ্রুপ যুক্ত করা যাবে।
হোয়াটসঅ্যাপ গ্রুপ কল এবং গ্রুপের সদস্য সংখ্যা
এবার থেকে একসঙ্গে ৩২ জন হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে যুক্ত হতে পারবেন। এছাড়াও আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে ২০০ জন সদস্যকে রাখা সম্ভব হতো। এখন সেই সংখ্যাটা বাড়িয়ে ১০২৪ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। অর্থাৎ এবার থেকে একসঙ্গে অনেক বেশি ইউজার হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
হোয়াটসঅ্যাপ পোল
এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভোটাভুটি করারও সুযোগ পাবেন ইউজাররা। এই নতুন ফিচারের নাম ইন চ্যাট পোল। অর্থাৎ চ্যাটে কথোপকথনের সঙ্গে সঙ্গে কোনও বিষয়ে ভোট দিয়ে নির্বাচনের সুযোগও থাকছে ইউজারদের কাছে।
আরও পড়ুন- ভারতে হাজির নতুন ফিটনেস ব্যান্ড অ্যামেজফিট ব্যান্ড ৭, রয়েছে ১২০টি স্পোর্টস মোড, দাম কত?