নয়াদিল্লি: মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়া (Dantewada IED Blast)। IED বিস্ফোরণে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে ANI সূত্রের খবর। নিহতদের মধ্যে ১০ জন পুলিশকর্মী এবং একজন  সাধারণ বাসিন্দা। বিস্ফোরণের ঘটনার পিছনে মাওবাদীদের হাত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 


দান্তেওয়াড়া জেলায় আরানপুরে  District Reserve Guard-এর কর্মীদের নিয়ে যাওয়ার সময় গাড়ির উপর IED হামলা হয়। রাজ্যের রাজধানী রাইপুর থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনাস্থল। যাঁদের উপর হামলা হয়েছে তাঁরা ওই এলাকায় মাওবাদী দমন অভিযানের দায়িত্বে ছিলেন বলে ট্যুইট করে জানিয়েছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)। নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আশ্বাস মাওবাদীদের ছাড়া হবে না। ওই এলাকায় মাওবাদী দমন অভিযান চলছে এবং তা চালু থাকবে বলে জানিয়েছেন তিনি। 


 



সূত্রের খবর, গোটা ঘটনা নিয়ে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যাঁরা মারা গিয়েছে, তাঁদের নিয়েও কথা বলেছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, গোটা ঘটনায় ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ


 





প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ:
দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় ১১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন ওই জওয়ানদের অবদানের কথা সবসময় স্মরণ করা হবে। নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি।


আরও পড়ুন: মেয়েবেলা থেকে বার্ধক্য, মাত্র ৩০ সেকেন্ডে ৯০ বছরের জীবনকাল, বাকরুদ্ধ করল AI