Whatsapp Features: মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা ইউজারদের জন্য নতুন ফিচার চালু করেছে। আপাতত অ্যান্ড্রয়েড এবং আইওএস (Android and iOS) ভার্সানে কিছু বিটা টেস্টার এই ফিচারের সুবিধা পেয়েছেন। সব ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি এই ফিচার চালু হবে বলে অনুমান। হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম ‘Groups in common’। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। ইউজার তাঁর হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে কনট্যাক্ট খুঁজতে গেলে এই ‘Groups in common’ অপশন খুঁজে পাবেন। সার্চ বারে ইউজার কনট্যাক্ট খুঁজতে গেলে আরও বিশদে তথ্য পাবেন নতুন এই ফিচার সকলের জন্য চালু হলে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কনট্যাক্ট আপনি খুঁজে বের করতে চাইবেন তাঁর সঙ্গে আপনি কোন কোন গ্রুপে রয়েছেন সেটা দেখা যাবে। 


এর আগে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানে এই ফিচার চালু হয়েছে। সেখানে ইউজাররা তাঁদের কনট্যাক্টের সঙ্গে কোন কোন গ্রুপে রয়েছেন তা দেখতে পান। এর জন্য ওই নির্দিষ্ট কনট্যাক্টের চ্যাটবক্স খুলে দেখার প্রয়োজন হয় না। এই ফিচারই এবার চালু হতে চলেছে মোবাইলের জন্য। গত সপ্তাহেই শোনা গিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে বিটা টেস্টারদের জন্য আরও একটি ফিচার লঞ্চ করতে চলেছে। এটিও হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গেই যুক্ত। নতুন এই ফিচারের নাম 'approve new participants'। এর ফলে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনদের ক্ষমতা আরও একটু বাড়বে। অর্থাৎ কারা গ্রুপে যুক্ত হতে পারবেন সেটা ঠিক করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন। তাঁদের অনুমোদন ছাড়া কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন না। 


অন্যদিকে আইওএস ইউজারদের জন্য নতুন এই দুই ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর মধ্যে একটি ফিচার হল ইউজাররা ভয়েস স্টেটাস আপডেট দিতে পারবেন। ইউজারের কনট্যাক্টে লিস্টে থাকা সকলে দেখতে পাবেন এই ভয়েস স্টেটাস আপডেট। এর সঙ্গে অতি অবশ্যই যুক্ত থাকবে প্রাইভেসি সেটিংস। আরও একটি দারুণ ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এক্ষেত্রে ছবির মধ্যে থেকে টেক্সট ডিটেক্ট করা যাবে। সরাসরি ছবি থেকেই বেছে নেওয়া যাবে টেক্সট। আইওএস ভার্সানের লেটেস্ট আপডেটে এই দুই ফিচারের সুবিধা পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, ৩০ সেকেন্ডের ভয়েস নোট শেয়ার করা যাবে। ইউজাররা নিজেদের চ্যাট থেকে স্টেটাসেও ভয়েস নোট পাঠাতে অর্থাৎ ফরওয়ার্ড করতে পারবেন। হোয়াটসঅ্যাপের iOS 23.5.75- এই ভার্সানে নতুন এই আপডেট যুক্ত হয়েছে।


আরও পড়ুন- Chat GPT কি সত্যিই মানুষের চাকরি খোয়ানোর কারণ হতে চলেছে? কী বলছেন খোদ নির্মাতা?