WhatsApp Features: হোয়াটসঅ্যাপ (WhatsApp) একটি নতুন ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। জানা গিয়েছে, এই নতুন ফিচার চালু হলে ইউজাররা অ্যাপের মধ্যে থাকা সমস্ত 'সিক্রেট চ্যাট' (Locked Chats) লুকিয়ে রাখতে বা হাইড করতে পারবেন। আপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড মাধ্যমের লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা একটি গোপন বা সিক্রেট কোড (Secret Code) তৈরি করতে পারবেন। এই সিক্রেট কোডের সাহায্যেই ইউজাররা হোয়াটসঅ্যাপ ইনবক্সের মূল চ্যাট লিস্ট থেকে নির্দিষ্ট কিছু চ্যাট লুকিয়ে ফেলতে পারবেন। ফলে যতক্ষণ পর্যন্ত না আপনি ওই সিক্রেট কোড এন্টার করবেন ততক্ষণ পর্যন্ত আপনার হোয়াটসঅ্যাপের সিক্রেট চ্যাট কেউ দেখতে পাবেন না। তাই আপনার ফোন অন্য কারও হাতে থাকলেও এই ফিচার চালু হয়ে গেলে আপনি প্রাইভেসি এবং নিরাপত্তার ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে মূল চ্যাট তালিকার নীচের দিকে স্ক্রল ডাউন করে নামলে আপনার লুকিয়ে রাখা চ্যাট লিস্ট দেখা যায়। কিন্তু নতুন ফিচার চালু হয়ে গেলে তা আর দেখা যাবে না। হোয়াটসঅ্যাপের সিক্রেট চ্যাটের জন্য এই সিক্রেট কোড ফিচার কবে চালু হবে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়ায় অনুমান এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হতে আর খুব বেশি হয়তো দেরি নেই। 


হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৩.২০ - এই ভার্সান আপডেট করলে মেসেজিং অ্যাপের মধ্যে হিডেন চ্যাটের জন্য একটি সিক্রেট কোড ফিচার দেখতে পাবেন। একবার সিক্রেট কোড দিয়ে লকড চ্যাট হাইড করে নিলে আর তা অ্যাপের মধ্যে কোথাও দেখা যাবে না। বরং সার্বারে সিক্রেট কোড লিখে আপনাকে হিডেন লকড চ্যাট খুলতে হবে। কীভাবে এই সিক্রেট কোড সেট করবেন? প্রথমে লকড চ্যাটের লিস্ট খুলতে হবে অ্যাপের মধ্যে। এরপর ডানদিকে উপরের কোণে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে। এবার যেতে হবে চ্যাট লক সেটিংস > হাইড লকড চ্যাট > সেট করতে হবে সিক্রেট কোড। মনে থাকবে এমন কোডই দিন। কারণ কোনওভাবে ভুলে গেলে যদি কোড রিসেট করেন তাহলে আগের সমস্ত লকড চ্যাট ডিলিট হয়ে যাবে।


অন্যদিকে আবার জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলেও একটি নতুন ফিচার লঞ্চ হতে চলেছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে ইউজাররা যাতে 'ইউজারনেম' ব্যবহার করতে পারেন সেই ফিচার নিয়েই কাজকর্ম চালাচ্ছে কর্তৃপক্ষ। এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা কোনও হোয়াটসঅ্যাপ চ্যানেল খুব সহজে 'ইউজারনেম' দিয়ে সার্চ করে বের করতে পারবেন। এই ফিচার নিয়ে এখনও কাজকর্ম চলছে। তাই সকলের জন্য কবে চালু হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই ফিচারের কথা প্রথম প্রকাশ্য এনেছে।


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে 'ভয়েস চ্যাট' ফিচারের রোলআউট শুরু, ইউজারদের কী সুবিধা দেবে এই ফিচার?