WhatsApp: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (WhatsApp Features) সংস্থা প্রায়শই নতুন ফিচার চালু করে। এবার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি নতুন ভয়েস চ্যাট (Voice Chat) ফিচারের রোল আউট শুরু করেছে বলে খবর। এমনিতে এখন হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে (WhatsApp Group Call) একসঙ্গে ৩২ জন সদস্য যুক্ত হতে পারে। এবার জনপ্রিয় এই ইসট্যান্ট এই মেসেজিং অ্যাপে আসছে একটি নতুন ভয়েস চ্যাট ফিচার যা সুবিধা করবে বড় গ্রুপের ভয়েস কলের ক্ষেত্রে। বর্তমানে যদি কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কল করা হয় তাহলে একসঙ্গে সমস্ত গ্রুপ সদস্যের ফোন বাজতে শুরু করে। কিন্তু নতুন ভয়েস চ্যাট ফিচার সকলের জন্য চালু হলে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কল করা হবে তখন আগে সদস্যদের কাছে একটি নোটিফিকেশন পৌঁছবে। এই পুশ নোটিফিকেশন সঙ্গে ইউজাররা একটি ইন-চ্যাট বাবল দেখতে পাবেন। সেখানে ট্যাপ করলে ইউজাররা গ্রুপ কলে জয়েন হতে পারবেন অর্থাৎ যুক্ত হতে পারবেন।


ভয়েস চ্যাট ফিচার চালু হলে চ্যাটের উপরের দিক থেকে অনায়াসে তা অ্যাকসেস করা যাবে। আর সেই সময়ে ইউজাররা অন্যান্য কাজ যেমন টেক্সট মেসেজ পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজের মতো এই ভয়েস চ্যাট ফিচারও এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলের জন্য এই ভয়েস চ্যাট ফিচার অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে চালু হবে বলে খবর। তবে হোয়াটসঅ্যাপের বড় গ্রুপ মানে যেখানে ৩৩ থেকে ১২৮ জন সদস্য থাকবেন, সেখানে এই ফিচার চালু হতে চলেছে। ৩৩ জনের কম সদস্যের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফিচার আপাতত চালু হবে না বলেই অনুমান।




হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে বিজ্ঞাপন, কী বলছেন অ্যাপ প্রধান


মেটা অধিকৃত ফেসবুকে ইতিমধ্যেই রয়েছে বিজ্ঞাপনের ছড়াছড়ি। এবার বিজ্ঞাপন আসতে চলেছে হোয়াটসঅ্যাপেও। তবে হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট জানিয়েছেন, মূল ইনবক্সে বিজ্ঞাপন দেখা যাবে না। কিন্তু হোয়াটসঅ্যাপের দুটো বিভাগে চালু হতে চলেছে বিজ্ঞাপন। খুব দ্রুত এই ফিচার চালু হয়ে যাবে হোয়াটসঅ্যাপে। এর আগে অবশ্য হোয়াটসঅ্যাপ সংস্থা এই বিজ্ঞাপন দেখানোর গোটা ব্যাপারটা অস্বীকার করেছিল। মাস দুয়েক আগে শোনা গিয়েছিল, হোয়াটসঅ্যাপ পরিষেবা থেকে আয়ের উদ্দেশ্যে ইউজারদের বিজ্ঞাপন দেখাবে কর্তৃপক্ষ। সেই রিপোর্টের সমস্ত দাবি অস্বীকার করেছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তবে এবার হোয়াটসঅ্যাপের তরফেই জানানো হয়েছে যে এই মাধ্যমে বিজ্ঞাপন আসতে চলেছে। সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ স্টেটাসে এই বিজ্ঞাপন দেখা যাবে। তবে এই প্রসঙ্গে এখনও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 


আরও পড়ুন- নতুন রঙে ভারতে হাজির মোটোরোলার ফোল্ডেবল ফোন, কোথায় কত দামে কিনতে পারবেন?