WhatsApp Features: শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসতে চলেছে নতুন একটি সার্চ ফিচার (Search Feature)। আপডেট ট্যাবের (Update Tab) জন্য এই ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই সার্চ ফিচার লঞ্চ হয়ে গেলে ইউজাররা বিভিন্ন আপডেট ট্যাব যেমন- স্টেটাস আপডেট, ফলোড অর্থাৎ ফলো করা হোয়াটসঅ্যাপ চ্যানেল, অন্যান্য ভেরিফায়েড চ্যানেল দেখা যাবে, অথচ সেগুলো চ্যানেল ডিরেক্টরিতে ওপেন করার বা খোলার দরকার পড়বে না। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২০.১৬ আপডেট যা গুগল প্লে স্টোরে রয়েছে, সেখানে দেখা গিয়েছে হোয়াটসঅ্যাপ আপডেট ট্যাবের জন্য সার্চ ফিচার নিয়ে কাজ করছে। WABetaInfo একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে দেখা গিয়েছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ অ্যাপ একটি সার্চ বাটন চালু করছে টপ অ্যাপ বারের ক্ষেত্রে। এর সাহায্যে হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেট সার্চ করে দেখতে পাবেন ইউজাররা। তার সঙ্গে ভেরিফায়েড চ্যানেল খুঁজে পাওয়া যাবে, চ্যানেল ডিরেক্টরিতে সেটি ওপেন না করে। ইউজারদের সার্বিকভাবে অভিজ্ঞতা আরও ভাল করার জন্যই হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এই নতুন ফিচার। যা খুঁজতে চাইছেন, তা সহজে খুঁজে পাবেন ইউজাররা।


সম্প্রতি হোয়াটসঅ্যাপে আর স্টেটাস ট্যাব দেখা যায় না, তার বদলে এসেছে আপডেট ট্যাব। তার ফলে সার্চ করে হোয়াটসঅ্যাপ স্টেটাস সার্চ করে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউজারদের অনেকেই। আর সেই জন্যেই এই সার্চ ট্যাব লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে এই ফিচার কবে সমস্ত ইউজারদের জন্য চালু হবে সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 


হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এআই জেনারেটেড স্টিকার


মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ Meta Connect 2023- এ ঘোষণা করেছেন হোয়াটসঅ্যাপে খুব দ্রুত চালু হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত স্টিকার। শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও চালু হবে এই এআই স্টিকার। বিভিন্ন মেসেজিং অ্যাপে বিগত কয়েক বছর ধরেই বেশ জনপ্রিয় হয়েছে স্টিকারের ফিচার। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে তাই নতুন ধরনের স্টিকার লঞ্চ করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন- ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে মোটোরোলার কোন কোন ফোনের দাম ছাড় থাকবে?