Whatsapp Features: ইউজারদের সুবিধায় প্রায়শই নিত্যনতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, মেটা (Meta) অধিকৃত সংস্থা এবার ক্যামেরা মোড (Whatsapp Camera) নিয়ে কাজ শুরু করেছে। অর্থাৎ বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ক্যামেরায় এমন ফিচার আসতে চলেছে যার সাহায্যে খুব সহজেই ভিডিও রেকর্ডিং করা যাবে। একটি রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ তার ক্যামেরা ফিচারে এমন মোড আনতে চলেছে যার মাধ্যমে ইউজাররা ছবি তোলা এবং ভিডিও করার অপশনের মধ্যে খুব সহজেই সুইচ করতে পারবেন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই ফিচার আগেই চালু হয়েছে। আপাতত আইওএস ভার্সানে বিটা হোয়াটসঅ্যাপ মোডে এই ক্যামেরা ফিচার নিয়ে কাজকর্ম চলছে। আগামী দিনে একটি আপডেটেড ফিচার হিসেবে লঞ্চ হবে নতুন ক্যামেরা মোড। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এমনটাই জানিয়েছে। অনুমান করা হচ্ছে এই নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের ক্যামেরায় হয়তো আরও অনেক নতুন মোড বা ফিচারও চালু হবে। 


বর্তমানে হোয়াটসঅ্যাপের ক্যামেরা খুললে সেটা কিছুক্ষণ ট্যাপ করে রাখলে অর্থাৎ ধরে রাখলে তারপর ভিডিও রেকর্ডিং করা যায়, যা যথেষ্টই জটিল পদ্ধতি। বিশেষ করে বড় ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে বেশি সমস্যা দেখা যায়। তবে নতুন ফিচার চালু হলে ক্যামেরা এবং ভিডিও মোডের মধ্যে সহজে সুইচ করা যাবে, যেমনটা ফোনের ক্যামেরা ফিচারের ক্ষেত্রে করা যায়।


হোয়াটসঅ্যাপ ব্লক শর্টকাট 


এর পাশাপাশি শোনা যাচ্ছে, আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। কোনও ইউজারকে ব্লক করার জন্য তৈরি হচ্ছে শর্টকাট। হোয়াটসঅ্যাপের ডানদিকে উপরের কোণে নোটিফিকেশনের পাশের থাকবে এই ব্লক শর্টকাট ফিচার। এর ফলে হোয়াটসঅ্যাপে কাউকে ব্লক করার পদ্ধতি আরও সহজ হয়ে যাবে।


হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট


অনেকসময়েই আমাদের হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট লিস্টে থাকা লোকজনের হোয়াটসঅ্যাপ স্টেটাস আমাদের পছন্দ হয় না। অনেকক্ষেত্রেই আপত্তিকর ছবি বা ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করে থাকেন অনেকেই। এবার এমনটা হলে আর সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ স্টেটাসেও রিপোর্ট (Whatsapp Status Reports) করার ফিচার চালু করতে চলেছে কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, দ্রুত এই ফিচার হোয়াটসঅ্যাপে চালু হবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সূত্রে এমনটাই জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপের Terms of Service না মানলে সেই স্টেটাসে রিপোর্ট করা যাবে। হোয়াটসঅ্যাপ চ্যাট অর্থাৎ মেসেজের ক্ষেত্রে এই নিয়ম চালু রয়েছে। হোয়াটসঅ্যাপ স্টেটাসের ক্ষেত্রেই একটি রিপোর্ট বাটন উপলব্ধ হবে। যদি কোনও ইউজার একটি হোয়াটসঅ্যাপ স্টেটাসে রিপোর্ট করেন তাহলে মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে কনটেন্ট। হোয়াটসঅ্যাপের মডারেশন টিম ওই স্টেটাস কনটেন্ট রিভিউ অর্থাৎ পর্যবেক্ষণ করে দেখবে যে সেখানে সমস্যাজনক কিছু রয়েছে কিনা। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।