Whatsapp New Design: হোয়াটসঅ্যাপ- বিশ্বের অন্যতম জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App)। সম্প্রতি শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের ডিজাইনে নাকি পরিবর্তন আসতে চলেছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। সেখান থেকেই আন্দাজ করা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের নতুন ডিজাইন আসতে চলেছে অ্যান্ড্রয়েড মাধ্যমে। এমনিতেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইউজারদের সুবিধার জন্য প্রায়ই নতুন ফিচার চালু করে। অ্যাপে যুক্ত করে নতুন আপডেট। ইউজারদের অভিজ্ঞতা যেন ভাল হয় সেই চেষ্টাই থাকে হোয়াটসঅ্যাপ সংস্থার। অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপ বিটা'র ক্ষেত্রে যুক্ত হতে চলেছে নতুন ইউজার ইন্টারফেস। নতুন ডিজাইনের ফলে অ্যাপের নীচের দিকে যুক্ত হবে একটি নেভিগেশন বার। এই ট্যাবে থাকবে চ্যাট, কল, কমিউনিটি এবং স্টেটাস। অ্যাপের নতুন ডিজাইন হলে এই ট্যাব নীচের দিকে নেমে আসবে। এর ফলে ইউজারদের সুবিধা হবে যেকোনও ফিচার ব্যবহার করতে সুবিধা হবে। 


Whatsapp Account Ban: প্রতিমাসেই ব্যাপক হারে হোয়াটসঅ্যাপ (Whatsapp) অ্যাকাউন্ট নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসেও মেটা অধিকৃত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) তরফে ৪৫ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান বা নিষিদ্ধ করা হয়েছে। ২০২১ সালে আইটি রুল অনুসারে এই সমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ১ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ৪৫,৯৭,৪০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে। এইসব অ্যাকাউন্টের মধ্যে ১২,৯৮,০০০টি অ্যাকাউন্ট কোনও অভিযোগ জমা পড়ার আগেই নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। মেটা অধিকৃত এই অ্যাপের ভারতে ইউজার রয়েছে প্রায় ৫০০ মিলিয়ন। 


বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য যে ফিচার চালু হতে চলেছে তার নাম 'লক চ্যাট'। এই ফিচার চালু হলে ইউজাররা তাদের প্রাইভেট চ্যাট লক করে রাখতে পারবেন, অর্থাৎ গোপন রাখতে পারবেন কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের থেকে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও কার্যকর হবে এই ফিচার। 


হোয়াটসঅ্যাপ সংস্থা টেক্সট এডিটিং ফিচারের রোল আউট শুরু করেছে নির্দিষ্ট সংখ্যক অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য। আইওএস ভার্সানে আগেই এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo সম্প্রতি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ক্রিয়েটিভ টুলের মাধ্যমে ইউজাররা ইমেজ অর্থাৎ ছবি, ভিডিও এবং জিফ ফাইল এডিট করার অপশনও পাবেন। নতুন ফিচারের সঙ্গে থাকা বিভিন্ন ফিচার এবং ফন্টের সাহায্যে এইসব কাজ করা যাবে। আপাতত অ্যান্ড্রয়েড ২.২৩.৭.১৭ আপডেটে নির্দিষ্ট কিছু বিটা টেস্টারের জন্য এই টেক্সট এডিটর ফিচার উপলব্ধ হয়েছে। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে রিয়েলমি নারজো এন৫৫ ফোন? কী কী ফিচার থাকতে পারে?