কলকাতা: চলতি মাসেই মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভু অভিনীত ছবি 'শকুন্তলম'। বিশ্বব্য়াপী 3D ও 2D তে মুক্তি পাচ্ছে এই ছবি। কালীদাসের জনপ্রিয় রচনা 'শকুন্তলা'র ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। এখানে নাম ভূমিকায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। দুষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে। পরিচালক গুণশেখরের আগামী মাইথোলজিক্যাল (mythological drama) এই ছবিতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu)। চলতি মাসের ১৪ই মুক্তি পাবে এই ছবি। অভিনেত্রী সামান্থা তাঁর ইন্সটা প্রোফাইলে ট্রেলারটি প্রকাশ করে এই খবর প্রকাশ্য়ে এনেছেন।
সম্প্রতি অভিনেত্রী জানিয়েছিলেন, মালয়ালম অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?
তিনি জানান, তাঁর কাছে মালয়ালম অভিনেতাদের সঙ্গে কাজ করা অভিনয়স্কুলে যাওয়ার মত। তিনি আরও জানান, এই ছবিতে কাজ করে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, তা তাঁর সারাজীবনের পাথেয়।
প্রসঙ্গত, দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রথ প্রভুকে (Samantha Ruth Prabhu) খুব শীঘ্রই দেখা যাবে 'শকুন্তলম' (Shakuntalam) ছবিতে। কয়েকদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, বন্য পরিবেশে ময়ূর, হরিণ, হাঁস ও আরও কিছু বন্যপ্রাণীর সঙ্গে বসে রয়েছেন তিনি। নেট দুনিয়ায় অভিনেত্রীর এমন ছবি পোস্ট হতেই হইচই পড়ে গিয়েছিল।
আরও পড়ুন...
অনিন্দ্যর কথা-সুরে প্রথমবার বাংলা ছবিতে 'নন্দী সিস্টার্স', সৌজন্যে নন্দিতা-শিবপ্রসাদ
ছবি পোস্ট করে সামান্থা লিখেছিলেন, 'শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা'। অভিনেত্রীর পোস্ট করা সেই ছবিতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। দক্ষিণের আর এক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল কমেন্টে লিখেছেন, 'স্বর্গীয়ও বটে।' অ্যামি জ্যাকসন কমেন্টে লিখেছেন, 'খুব সুন্দর। স্বপ্নের রাজকন্যা।' বহু তারকাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন সামান্থা প্রভু।
'শকুন্তলম' ছবিটি পরিচালনা করছেন পরিচালক গুণশেখর। এই ছবিটি প্রযোজনা করছেন নীলিমা গুণা এবং দিল রাজু। এই ছবিতে শকুন্তলা রূপে সামান্থা ছাড়াও দুঃষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে। কালীদাসের জনপ্রিয় কাব্য শকুন্তলার উপর নির্ভর করেই এই ছবি তৈরি হচ্ছে।
'দ্য ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেত্রী সামান্থা প্রভুকে শেষবার পর্দায় দেখা গিয়েছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের 'পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' ছবির জনপ্রিয় গান 'ও অন্তাভা'-তে। পাশাপাশি সম্প্রতি জানা গিয়েছে, সামান্থা প্রভুর (Samantha Ruth Prabhu) আগামী ছবি 'যশোদা' (Yashoda) ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।