WhatsApp Features: হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার (WhatsApp Features) লঞ্চ হতে চলেছে। অ্যান্ড্রয়েড ইউজারদের (Android Users) জন্য এই ফিচার চালু হবে। শোনা যাচ্ছে, এবার হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে চালু হতে চলেছে ভয়েজ মেসেজ ট্রান্সক্রিপশন (Voice Transcription) ফিচার। বছর খানেক আগে এই ফিচার আইওএস ভার্সানে চালু হয়ে গিয়েছে। এবার পালা অ্যান্ড্রয়েড ভার্সানের। হোয়াটসঅ্যাপের এই ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার চালু হয়ে গেলে ইউজাররা যে সমস্ত ভয়েস মেসেজ পাবেন তার একটা ট্রান্সক্রিপশন দেখতে পাবেন। অনেক সময় আবার এই ট্রান্সক্রিপশন সেভ করার সুযোগও পাওয়া যাবে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে খুব তাড়াতাড়ি ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার চালু হবে। কিন্তু এখনও এই ফিচার লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 


হোয়াটসঅ্যাপের ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার 


জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের বিটা অ্যান্ড্রয়েড ভার্সান ২.২.৪.৭.৭ - এখানে নতুন ভয়েস ট্রান্সক্রিপশন ফিচারের আপডেট লক্ষ্য করা গিয়েছে। হোয়াটসঅ্যাপে এই ভয়েস ট্রান্সক্রিপশন ফিচার চালু করার জন্য ১৫০ এমবি নতুন অ্যাপ ডেটা ডাউনলোড করতে হবে। এই পরিমাণ ডেটা ডাউনলোড করা হলে এই ফিচারের ক্ষেত্রেও ইউজাররা এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতির সুরক্ষা পাবেন। যে ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাপ রয়েছে তার স্পিচ রেকগনিশন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে আসা ভয়েস মেসেজের ট্রান্সক্রিপশন করা সম্ভব হবে। 


কী কী সুবিধা পাওয়া যাবে এই নতুন ফিচারের সাহায্যে 


ধরে নেওয়া যাক কোনও ইউজার এমন জায়গায় রয়েছেন যেখানে আশপাশে প্রচুর আওয়াজ-শব্দ রয়েছে। সেখানে হয়তো ভয়েস মেসেজ শোনা বেশ কষ্টকর ব্যাপার। সেক্ষেত্রে ভয়েস ট্রান্সক্রিপশন ফিচারের সাহায্য নেওয়া হলে ভয়েসে মেসেজ কী বার্তা এসেছে তা ট্রান্সক্রিপশনের মাধ্যমে বোঝা যাবে। আবার ধরে নেওয়া যাক, কোনও ইউজার হয়তো কানে সঠিকভাবে শব্দ শুনতে পান না। সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচারের সাহায্য নেওয়া যেতে পারে। 


হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা যাবে ৩০ সেকেন্ডের বেশি সময়ের ভিডিও 


ইউজারদের সুবিধার জন্য একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার চালু হলে, হোয়াটসঅ্যাপ স্টেটাসে বড় ভিডিও শেয়ার করতে পারবেন ইউজাররা। বর্তমানে ৩০ সেকেন্ড মেয়াদের ভিডিও শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপ স্টেটাসে। ইউজারদের তরফে অনেকদিন থেকেই এর থেকে বেশি সময়ের ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করার ফিচার চালুর দাবি জানানো হয়েছে। যে নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কাজ করছে সেটি চালু হলে এই সুবিধা পাওয়া যাবে। আপাতত বিটা ইউজারদের ক্ষেত্রেই উপলব্ধ রয়েছে এই ফিচার। তবে আগামী দিনে সমস্ত ইউজারদের জন্য চালু হবে এই ফিচার। বড় সাইজের ভিডিও হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করতে পারবেন ইউজাররা। 


আরও পড়ুন- ভারতে আসছে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজ, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে?