Stock Market: বৃহস্পতিবার ২১ মার্চ শেয়ার বাজার খুলতেই বিরাট লাফ দেখা গেল সূচকে। সকালের সেশনে সবুজ সঙ্কেত দেখা গেল বাজারে। মার্কিনি বাজারের থেকে ইতিবাচক ইঙ্গিত পেতেই দেশের বাজারেও গতি এসেছে। ইউএস ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হারে কোনও বদল আনেনি। বাজার খোলার (Share Market Opening) সঙ্গে সঙ্গেই সেনসেক্স পেরিয়ে যায় ৫৫০ পয়েন্ট। তারপর ফের খানিক নিচে নেমে আসে সূচক। নিফটি ২২০০০ ছাড়িয়ে গেলেও পরে ফের নেমে আসে ২১ হাজারের স্তরে। তবে বাজারে আজ সমস্ত সেক্টরের সূচকই সবুজ। ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বাজার। তবে কি লম্বা টানাপোড়েনের পর ঘুরে দাঁড়াল বাজার ?


কেমন গতি আজ


আজ ২১ মার্চ সকালে বাজার খুলতেই এক ধাক্কায় ৪০৫.৬৭ পয়েন্ট বেড়ে যায় এবং নিফটি বাড়ে ১৫০ পয়েন্টের একটু বেশি। ২১,৯৮৯ পয়েন্টে খোলে আজকের বাজারে। মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক এই বছর তিন তিনবার সুদের হার কমিয়েছে এবং সেই হারেই স্থির থেকেছে। ফলে মার্কিনি বাজারের (Share Market Opening) ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। সেনসেক্স আজ সকালে বাড়ে ০.৭৯ শতাংশ, নিফটি বেড়েছে ০.৮১ শতাংশ। ২১ মার্চ দুপুর ১২.৩০ টার সময় সেনসেক্স ৫০০ পয়েন্ট বেড়ে ট্রেড করছিল ৭২,৬০০ এর স্তরে আর নিফটি ছিল ২১,৯০০-এর আশেপাশে।


অন্যান্য সূচকের কেমন গতি


আজ নিফটি মিডক্যাপ ১০০ ও নিফটি স্মলক্যাপ ১০০-তেও গতি দেখা গিয়েছে। ১.৪৫ শতাংশ পর্যন্ত বেড়েছে এই দুই সূচক। প্রতিটি সেক্টরই আজ গ্রিন জোনে আছে। টেলিকম, ব্যাঙ্ক, ক্যাপিটাল গুডস, মেটাল, অয়েল অ্যান্ড পাওয়ার, রিয়েলটি ইত্যাদি সূচকগুলিতে ১-২ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের নিফটি মিডক্যাপ ও স্মলক্যাপ সূচক এখন ১ শতাংশ বেড়েছে।


বাজারগত মূলধন বেড়েছে


বম্বে স্টক এক্সচেঞ্জের বাজারগত মূলধন আজকের বাজারে (Share Market Opening) ৩৭৮.০৫ লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে। ২২৭৩টি শেয়ারের বেচা-কেনা চলেছে আজ, সেখানে ১৮৩১টি শেয়ারই গ্রিন জোনে আছে। ৩৩৬টি শেয়ারের দাম কমতে দেখা গিয়েছে। অন্যদিকে ১০৬টি শেয়ারে কোনও হেরফের দেখা যায়নি আজ সকালের সেশনে। ৮৬টি আপার সার্কিট এবং ৪০টি লোয়ার সার্কিট মেরেছে আজকের বাজার।


প্রি-মার্কেটে কেমন গতি


আজ প্রি-মার্কেটে সেনসেক্স বেড়েছিল ৩২০ পয়েন্ট। NSE-র নিফটি সূচকও ১২৮.৯৫ পয়েন্ট বেড়েছিল আজ। বাজার শুরুর সময় থেকেই দরপতনের বদলে সূচকে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।


আজকের টপ গেনার্স এখনও পর্যন্ত কোন কোন স্টক


আজকের বাজারে সকালের সেশনে পাওয়ার ফিনান্স কর্পোরেশন, সেইল, ন্যালকো ইত্যাদি সংস্থার শেয়ারগুলিতে বিরাট লাফ দেখা গিয়েছে। পাওয়ার ফিনান্স সংস্থার শেয়ার আজ ৬.১ শতাংশ বেড়েছে। এমনকী ন্যালকো, সেইল, ভেল, এনটিপিসি ইত্যাদি সংস্থার শেয়ার যথাক্রমে ৫.৬৬, ৫.৬২, ৪.৯৮ এবং ৩.৯৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে IRCTC, Bharat Electric সংস্থার শেয়ারেও দাম বেড়েছে আজ।


আরও পড়ুন: Gold Silver Price: লক্ষ্মীবারে বিরাট ধাক্কা ! বাড়ল না কমল সোনার দাম ? দেখে নিন রেটচার্ট