Whatsapp Features: ইউজারদের ফের চমক দিতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ। নতুন একটি ফিচার চালু করতে চলেছে এই মেসেজিং অ্যাপ (Messaging App) সংস্থা। সেই ফিচারের সাহায্যে ইউজার হোয়াটসঅ্যাপে অনলাইন (Whatsapp Online Status) থাকতে পারবেন গোপনে। অর্থাৎ আপনি অনলাইন থাকলেও, তা আপনার কনট্যাক্ট লিস্টে থাকা অন্যান্য হোয়াটসঅ্যাপ ইউজাররা দেখতে পাবেন না। হোয়াটসঅ্যাপ ইউজারদের ‘লাস্ট সিন’ ফিচার হাইড করে বা গোপনে রাখার ফিচার আগেই চালু হয়েছে। এবার ইউজারের অনলাইন স্টেটাসও গোপনে রাখার ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার, স্টেটাস এবং লাস্ট সিন- ইত্যাদি বিষয় অনেকদিন আগে থেকেই হাইড করার বা লুকিয়ে রাখার সুযোগ পান ইউজাররা। তবে ইউজার ‘অনলাইন’ স্টেটাস গোপনে রাখার অপশন এতদিন পাননি। এবার সেই সুবিধাও চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে। WaBetaInfo হোয়াটসঅ্যাপের 2.22.16.12 অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে নতুন একটি ফিচার দেখা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, WaBetaInfo হল একটি হোয়াটসঅ্যাপ ট্র্যাকার, যারা হোয়াটসঅ্যাপে নতুন যুক্ত হতে চলা ফিচার সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দেয়। সম্প্রতি এই WaBetaInfo সংস্থা হোয়াটসঅ্যাপে চালু হতে চলা আরও কয়েকটি নতুন ফিচার সম্পর্কেও আভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ একটি 'Disappearing Keept Messages' ফিচার নিয়ে কাজ করছে, যাতে মেসেজ মুছে বা অদৃশ্য হয়ে যাওয়ার পরেও দেখা যাবে। হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড, আইওএস ও ডেস্কটপের জন্য নতুন বৈশিষ্ট্য নিয়ে আসছে। এই বৈশিষ্ট্যের পরে ব্যবহারকারীরা মেসেজ মুছে ফেলার পরেও 'ডিজাপিয়ারিং মোডে' বার্তাগুলি দেখতে পাবেন। যদিও এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক স্তরে রয়েছে। তবে শীঘ্রই এই ফিচার আনার পরিকল্পনা করছে কোম্পানি।
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ। নিমেষের মধ্যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ স্থাপন সম্ভব হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অডিও বা ভিডিও কল, মেসেজ-ভয়েস মেসেজ-ভিডিও ইত্যাদি পাঠানোর সঙ্গে সঙ্গে এই মাধ্যমে গ্রুপ বানিয়ে আপনি একসঙ্গে অনেককে মেসেজ করতে পারেন, বা অনেকের সঙ্গে চ্যাট করতে পারেন। হোয়াটসঅ্যাপে গ্রুপেও ইউজাররা ভিডিও কল করতে পারবেন। পাঠাতে পারবেন অডিও বার্তা বা ভয়েস নোটও।
আরও পড়ুন- ডিলিট করা মেসেজও দেখা যাবে ! এবার নতুন ফিচার হোয়াটসঅ্যাপে