চালসা: সময় বদলে দেয় মনে হয় অনেক কিছুকেই! বৃহস্পতিবার তারই প্রমাণ পাওয়া গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chief Mamata Banerjee) ব্যবহারে। ২০২১ সালের বিধানসভার সময় জয় শ্রী রাম স্লোগান শুনে গাড়ি থামিয়ে রাস্তার ধারে থাকা মানুষদের তাড়া করতে দেখা গেছিল মুখ্যমন্ত্রীকে। কিন্তু, আজ তার উল্টো ছবি দেখা গেল চালসা (Chalsa) যাওয়ার পথে।


বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির চালসায় যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। তাঁর যাওয়ার রাস্তায় জাতীয় সড়কের পাশে জনসভা করছিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। মমতার কনভয় জনসভার পাশ দিয়ে যেতে দেখে চোর চোর স্লোগান তুলতে থাকেন বিজেপি কর্মীদের কয়েকজন। যদিও তাতে বিন্দুমাত্র উত্তেজিত হতে দেখা যায়নি তৃণমূল সুপ্রিমোকে। বরং গাড়ির জানালা দিয়ে হাসিমুখে হাত নাড়াতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাত জোড় করে শুভেচ্ছাও জানাতে দেখা যায়।


আরও পড়ুন: Rahul Gandhi: ঠাকুমার দেখানো পথেই ‘গরিবি হটাও’ ব্রত রাহুলের, দরিদ্র পরিবারের মহিলাদের বছরে ১ লক্ষ টাকার প্রতিশ্রুতি


মনোজ টিগ্গার সভার পাশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাবে শুনে সভাস্থলের সামনে জড়ো হয়ে চোর চোর স্লোগান তুলতে শুরু করেন সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা। বিষয়টি দেখতে পেয়ে সেখানে উপস্থিত পুলিশকর্মীরা বারণ করলেও তাতে কান দেননি কেউই। যদিও চোর চোর স্লোগান শুনে রেগে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়। উলটে হাত জোড় করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের শুভেচ্ছা গ্রহণ করতে দেখা যায় তাঁকে।


এপ্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, "সবাই জানে তৃণমূল মানেই চোর। যেখানকার রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা যান সেখানেই চোর চোর স্লোগান ওঠে। এটা বিজেপি বলছে না। সারা বাংলার মানুষ বলছে। কারণ মানুষ জানে সব চুরি হয়েছে তৃণমূলের আমলে। আসলে পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে, তৃণমূল মানে চোর আর চোর মানেই তৃণমূল। গোটা তৃণমূলই হচ্ছে চোরের দল। তাই যখনই তৃণমূলের কোনও নেতা রাস্তা দিয়ে যান সাধারণ মানুষ চোর চোর স্লোগান দেন।"


আরও পড়ুন: ABP Cvoter WB Opinion Poll 2024:বর্ধমান দুর্গাপুরে এগিয়ে কে? মালদা উত্তরে সম্ভাব্য জয় কার? কী বলল এবিপি সি-ভোটার সমীক্ষা?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।