Whatsapp Features: ইউজারদের সুবিধার জন্য একাধিক ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা। তবে এর মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ফিচার (Whatsapp Features), যা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। এর মধ্যে একটি হল, ইউজাররা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ফোন নম্বর লুকিয়ে রেখে ইউজার নেম (User Name) দিতে পারবেন। আর একটি হল, ভিডিও কলের (Video Call) সময় স্ক্রিন শেয়ার (Screen Share) করতে পারবেন ইউজাররা। এই দুই ফিচার নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। সম্প্রতি হোয়াটসঅ্যাপে চালু হয়েছে মেসেজ এডিট এবং চ্যাট লক ফিচার। এছাড়াও এখন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ফোনে ব্যবহারের সুযোগও পান ইউজাররা। 


হোয়াটসঅ্যাপে লুকিয়ে রাখতে পারবেন নম্বর


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যেখানে অ্যাকাউন্টে আপনি ইউজার নেম ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনি ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন। অর্থাৎ ফোন নম্বর না দিলেও চলবে। চাইলে আপনি দিতেই পারবেন। আপনি নম্বর না দিলে অন্যান্য ইউজাররা আপনার ইউজার নেমই দেখতে পারবেন। এই ইউজার নেম দিয়েই আপনার অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপে খুঁজেও পাবেন ইউজাররা। 


হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার


হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার সময় স্ক্রিন শেয়ার করার অপশন পাবেন ইউজাররা। গুগল মিটে এই সুবিধা রয়েছে। ভিডিও কলের জন্য গুগল মিট যথেষ্ট জনপ্রিয়। তাই এবার গুগল মিটকে টেক্কা দিতেই স্ক্রিন শেয়ারের অপশন চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপে ৩২ জন ইউজার একসঙ্গে ভিডিও কলে যোগ দিতে পারেন। 


Whatsapp Edit Message: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপে হাজির নতুন ফিচার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অতুন এডিট বাটন ফিচার সকলের জন্য লঞ্চ করেছে। অর্থাৎ ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে ফেললে তা এডিট করে ঠিক করার সুবিধা পাবেন ইউজাররা। সম্প্রতিই হোয়াটসঅ্যাপে আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার লঞ্চ হয়েছে। সেই ফিচারের সাহায্যে নির্দিষ্ট একটি চ্যাটবক্স বা গ্রুপ চ্যাট লক করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। 


হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া মেসেজ এডিট করার জন্য নতুন একটি বাটন লঞ্চ করেছে সংস্থা। মেসেজ পাঠানোর পর তা এডিট করার জন্য ১৫ মিনিট পর্যন্ত সময় পাবেন ইউজাররা। অনেকসময়েই আমরা মেসেজ টাইপ করার সময় বানান ভুল করে থাকি। এছাড়াও অনেকক্ষেত্রেই যা লিখতে চাই হয়তো অটো কারেক্টের জন্য তা লেখা হয় না। এইসব ক্ষেত্রে পাঠানোর পরেও মেসেজ এডিট করার অপশন থাকলে খুবই উপকার হবে ইউজারদের। তবে মেসেজ পাঠানোর পর ১৫ মিনিটের মধ্যেই যাবতীয় এডিট করে নিতে হবে। কারণ সময় পেরিয়ে গেলে আর সুবিধা পাবেন না। 


আরও পড়ুন- ওজন কমাতে কীভাবে সাহায্য করে থালার মাপ ! অবাক করবে পুষ্টিবিদের এই ভিডিও