রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: হঠাৎ উত্তেজনা জলপাইগুড়ি (Jalpaiguri) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিস্থিতি এতটাই তপ্ত হয়ে ওঠে যে সামলাতে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ (Police)। রোগী ও পরিজনের অভিযোগ, পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে না। ভোগান্তি সহ্য করতে হচ্ছে তাঁদের। এদিন উত্তেজনা চরমে উঠলে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। তাঁদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
কী হয়েছিল?
কারও বুকে ব্যথা, কারও আবার পেটে ব্যথা। এদিকে পরীক্ষা না করালে চিকিৎসক পরবর্তী চিকিৎসার ধাপ ঠিক করতে পারছেন না। রোগী-পরিজনদের অভিযোগ, আল্ট্রা সোনোগ্রাফি হচ্ছে না বেশ কিছু দিন যাবৎ। কারণ? চিকিৎসক নেই, অন্তত তেমনই তাঁদের জানানো হয়েছে বলে দাবি। রোগী পরিজনদের প্রশ্ন, 'দীর্ঘ ছ-মাস ধরে আমরা ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরে যাচ্ছি। সঙ্গতি থাকলে কি এখানে আসতাম?' এদিন তাঁদের ক্ষোভ চরমে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। তাঁদের আশ্বাসেই শান্ত হয় পরিস্থিতি। এর আগেও সরকারি হাসপাতালে নানা ধরনের অব্যবস্থার অভিযোগ উঠেছে। কখনও হাসপাতাল চত্বরে কুকুর বিড়ালের অবাধ গতায়াত, কখনও আবার ইঁদুরের দৌড়োদৌড়ি। এমন অভিযোগে আগেও বিতর্কে জড়িয়েছে সরকারি হাসপাতাল।
সরকারি হাসপাতালে গরু...
চলতি বছরের ফেব্রুয়ারির ঘটনা। মালদা মেডিক্যালে ইঁদুরের দৌরাত্ম্যের ছবি ভাইরাল হয়েছিল। রোগীর গায়ের উপর দিয়ে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। হাসপাতালে মানসিক ভারসাম্যহীনের শয্যায় ইঁদুরের সেই ছবি দেখে শিউরে ওঠেন অনেকেই। বিরক্ত হয়ে ইঁদুর মারার ছবি ভাইরাল আরজিকর হাসপাতালেরও। এর আগে নীলরতন সরকারি হাসপাতালেও কুকুরের উপদ্রবে প্রাণ ওষ্ঠাগত হয় অনেকের। শেষে হাসপাতালের শীর্ষ কর্তাকেই খবর দিয়ে পদক্ষেপ নিতে হয়। মূলত হাসপাতালগুলিতে বিভিন্ন সময়েই ভর্তি থাকে গুরুত্বপূর্ণ রোগী। যাদের শারীরিক ও মানসিক নানাভাবে অনেকসময় প্রভাব পড়ে এই ঘটনার জেরে। তবে বেসরকারি হাসপাতালগুলিতেও অভিযোগের পাহাড়। কখনও কখনও সেখানেও খাবার নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। খাবার পরিষ্কার করা নিয়ে, পাশাপাশি হাসপাতাল চত্বরে এসে কুকুরের হামলা পোহানোর ঘটনাও নেহাত কম নয়। তবে পুরসভার অন্তর্গত এলাকায় অনেকক্ষেত্রেই কুকুরের অস্বাভাবিকতা দেখা গেলে, তাদেরকে নিয়ে যাওয়া হয়। এদিন সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ সামলাতে কলকাতার ৬ সরকারি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। একাধিক অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে কড়া নির্দেশিকা জারি করলেন নারায়ণস্বরূপ নিগম।