WhatsApp Update: হোয়াটসঅ্যাপে নানা সময় নানা ধরনের আপডেট আসতেই থাকে। সম্প্রতি জানা গিয়েছে এক অবাক করা আপডেট আসছে হোয়াটসঅ্যাপে। ইন্টারনেট ছাড়াই নাকি চলবে হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট সংযোগ ছাড়াই খুব সহজে একে অপরের সঙ্গে ফাইল শেয়ারিং (WhatsApp Update) করা যাবে হোয়াটসঅ্যাপে। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, ছবি, ভিডিয়ো, গান, অডিয়ো ইত্যাদি পাঠানর জন্য আর ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।


কী বদল আসছে হোয়াটসঅ্যাপে


হোয়াটসঅ্যাপ বিটাইনফো জানিয়েছে, এই ফিচার্সের উপর হোয়াটসঅ্যাপ সক্রিয়ভাবে কাজ করছে, যাতে ব্যবহারকারীরা ইন্টারনেট (WhatsApp Update) ছাড়াই ফাইল শেয়ার করতে পারেন। এমনকী এই শেয়ার করা ফাইল এনক্রিপ্টও করা থাকবে যাতে অন্য কেউ এই ফাইল দেখতে বা অ্যাক্সেস করতে না পারে। হোয়াটসঅ্যাপ বিটা থেকে কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে যেখানে বোঝা যাচ্ছে, অ্যান্ড্রয়েড এই ইন্টারনেট ছাড়া ফাইল পাঠানর জন্য অনুমোদন দেখাচ্ছে। এর মধ্যে রয়েছে কাছাকাছি ফোনগুলি খুঁজে বের করা।


অফলাইন শেয়ারিং করা যাবে


অফলাইন শেয়ারিংয়ের জন্য এই নিকটবর্তী ফোন খুঁজে বের করা খুবই জরুরি ফিচার্স। এই ফিচার্স আসলে অ্যান্ড্রয়েডগুলিকে ব্লুটুথের মাধ্যমে স্থানীয় ডিভাইসের মধ্যে ফাইল শেয়ারিং করতে সাহায্য করে। ব্লুটুথ স্ক্যান করেই করা হবে ফাইল শেয়ারিং, পাঠান যাবে ছবি, ভিডিয়ো, অডিয়ো ইত্যাদি। তবে ব্যবহারকারীরা চাইলে এই ফিচার্সটি বন্ধও করে দিতে পারেন।


ব্লুটুথের মাধ্যমে হবে শেয়ারিং


কাছাকাছি ডিভাইসগুলি (WhatsApp Update) খুঁজে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে সিস্টেম ফাইল ও ফটো গ্যালারির অ্যাক্সেস নেওয়ার অনুমতিও চাইবে হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে ফাইল শেয়ারিংয়ের সময় কাছাকাছি ডিভাইস আছে কিনা তা দেখার জন্য জিপিএস লোকেশন চালু রাখতে হবে ফোনে। শেয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত এমনটাই দাবি করছে হোয়াটসঅ্যাপ।


পিয়ার টু পিয়ার ফাইল শেয়ারিং


ShareIt-এর মত অ্যাপগুলি যেভাবে ফোনের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং করতে পারে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার্স অনেকটা একইরকম। এই অ্যাপগুলি যেমন ব্যবহারকারীর সেলুলার ডেটা বা ওয়াইফাই ডেটা ছাড়াই ফাইল শেয়ারিংয়ে সাহায্য করে, সেভাবেই কাজ করবে হোয়াটসঅ্যাপ।


কবে আসবে এই ফিচার্স


এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ (WhatsApp Update) জানায়নি ঠিক কবে থেকে এই ফিচার্সটি ব্যবহার করা যাবে বা উপলব্ধ হবে। তবে এটি যেহেতু বিটা টেস্টের মধ্যেই রয়েছে, তাই আশা করা যায় খুব শীঘ্রই আসতে চলেছে এই ফিচার্স। আর এই ফিচার্স এলে পুরো বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফাইল শেয়ারিং আরও সহজ হয়ে ও নিরাপদ হয়ে উঠবে।


আরও পড়ুন: Instagram: জুকারবার্গ কেন কিনেছিলেন ইনস্টাগ্রাম ? এক ইমেলেই ফাঁস আসল কারণ