WhatsApp Features: ইউজারদের জন্য নতুন ফিচার লঞ্চ হয়েছে হোয়াটসঅ্যাপে (New WhatsApp Feature)। এবার থেকে হোয়াটসঅ্যাপের চ্যাটে (WhatsApp Chat) তিনটি মেসেজ একসঙ্গে পিন (Three Message Pin) করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। আগে এই ফিচার শুধুমাত্র একটি ফিচারের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। কিন্তু এখন সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। সেখানে যে এই নতুন ফিচার চালু হয়েছে সেকথা প্রকাশ্যে এনেছেন মেটা সিইও মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)। তিনি এবং হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট নিজেদের হোয়ায়টসঅ্যাপ চ্যানেলে এই দুই ফিচার লঞ্চের কথা ঘোষণা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে হোয়াটসঅ্যাপের ওয়ান-টু-ওয়ান এবং গ্রুপ চ্যাটের ক্ষেত্রে মেসেজ পিন করে রাখার ফিচার চালু হয়েছিল সমস্ত ইউজারের জন্য। তবে তখন চ্যাটের মধ্যে একটি মেসেজ পিন করার সুবিধা চালু হয়েছিল। কিন্তু এবার থেকে তিনটি পর্যন্ত মেসেজ পিন করে রাখতে পারবেন একটি চ্যাটের মধ্যে। অন্যদিকে এখন হোয়াটসঅ্যাপে একসঙ্গে তিনটি চ্যাট বক্স পিন করে রাখার সুবিধা রয়েছে। 


হোয়াটসঅ্যাপের চ্যাটে সমস্ত ধরনের মেসেজ যেমন- টেক্সট, ইমেজ, পোল- সবই পিন করে রাখা যাবে। মেসেজ পিন করে রাখলে ইউজাররা আসলে সহজে গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পাবেন। দরকারের সময় প্রয়োজনীয় জিনিস খোঁজার জন্য হাতড়ে বেরিয়ে সময় নষ্ট করতে হবে না। একটি হোয়াটসঅ্যাপে চ্যাটের মধ্যে কোনও মেসেজ পিন করার জন্য প্রথমে ওই নির্দিষ্ট মেসেজের উপর ট্যাপ করতে হবে। তাহলে পিন অপশন দেখা যাবে এবং সেটা সিলেক্ট করে নিতে হবে। যে মেসেজ ইউজার পিন করে রাখতে চাইছেন সেটা কত সময়ের জন্য পিন করে রাখতে চাইছেন সেটাও সেট করে নেওয়া যাবে। ২৪ ঘণ্টা থেকে ৩০ দিন পর্যন্ত থাকছে সময়। ইউজার নিজের পছন্দ এবং সুবিধা অনুসারে সময় বেছে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের সমস্ত ইউজারদের জন্যই চ্যাটের মধ্যে তিনটি মেসেজ পিন করে রাখার এই সুবিধা বা ফিচার চালু হয়েছে। ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে প্রায়শই হোয়াটসঅ্যাপে নিত্যনতুন ফিচার হয়। হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে মেসেজ পিন করার সংখ্যা বাড়িয়েও ইউজারদের নতুন সুবিধা দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি ১২এক্স ৫জি ফোন, থাকতে পারে বিশেষ 'ডায়নামিক বাটন'