মুম্বই : সেমিফাইনাল যেন শামি-ফাইনাল। বিশ্বকাপের (World Cup 2023) শেষচারের যুদ্ধে শামির আগুনে জ্বলে ছারখার হয়ে গিয়েছে নিউজ়িল্যান্ড। ওয়াংখেড়েতে কিউয়িদের ৭০ রানে বিধ্বস্ত করেছে ভারত। ক্রিকেট বিশ্বযুদ্ধের ইতিহাসে চতুর্থবার পাকা করে ফেলেছে ফাইনালে স্থান। ১২ বছর পর দেশের মাটিতে ফের একবার বিশ্বকাপের ফাইনালে ভারতের জায়গা পাকা করার পিছনে অন্যতম কারণ মহম্মদ শামি (Mohammed Shami)। ৫৭ রানের বিনিময়ে রেকর্ড ৭ উইকেট নিয়েছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও বিশ্বকাপের মঞ্চে কোনও ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স যেটি।
মুম্বইয়ের ব্যাটিং সহায়ক পিচে ভারত বড় রান খাড়া করলেও কিউয়িরাও একসময় দারুণভাবে লড়াই চালাচ্ছিল। খেলার শুরু দিকে ও মাঝপথে মহম্মদ শামির সিম বোলিংয়ের জাদুতেই নিউজ়িল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিতে সক্ষম হয়েছিল ভারত। যারপর তাঁরই সুবাদে ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের বদলা। ম্যাঞ্চেস্টারের হারের মধুর বদলা মুম্বইয়ে নেওয়ার পর শামি বন্দনায় মজেছে আসমুদ্রহিমাচল।
ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) ওয়াংখেড়েতে সাক্ষী হয়েছেন বিশ্বকাপে ভারতের ফাইনাল-যাত্রার। খেলার শেষে সোশালে মাস্টার ব্লাস্টার লিখেছেন, 'দুরন্ত শামি-ফাইনাল। দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স ও তারপরে দুর্ধর্ষ বোলিং। দাপট দেখিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া।' প্রসঙ্গত, ক্রিকেট ঈশ্বরের সামনেই তাঁকে টপকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ৫০ শতরানের অনন্য নজির গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট ও শ্রেয়স আইয়ারের জোড়া শতরান, শুভমন গিলের অর্ধশতরান, রোহিত শর্মার ঝোড়ো শুরু ও কেএল রাহুলের দাপুটে পিন্চ হিটিংয়ে বড় স্কোর খাড়া করে ভারত।
ব্যাট করতে নামা নিউজ়িল্যান্ডের দুই ওপনারকেই ফিরিয়ে শুরুতে মোক্ষম ধাক্কা দেওয়ার পর মাঝপথে কেন উইলিয়ামসন ও টম ল্যাথামের জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় অবশ্য ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন মহম্মদ শামি। একদিনের আন্তর্জাতিকে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের দিনে একাধিক নজিরও গড়েছেন তিনি। তবে সবথেকে গুরুত্বপূর্ণ এক ম্যাচে ৭ উইকেট তুলে নিয়ে চলতি বিশ্বকাপে মোট ২৩ শিকার করে এবারের ক্রিকেট বিশ্বযুদ্ধের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন শামি। সেমিফাইনালে ম্যাচ সেরাও তিনিই।
কিউয়িদের বিরুদ্ধে দু'বার ও মোট ৩ বার চলতি বিশ্বকাপে ৫ বা তার বেশি উইকেট নিলেন মহম্মদ শামি। বিশ্বকাপের ইতিহাসে ৪ বার। ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে কোনও বোলারের পক্ষে যা সর্বোচ্চ।
আরও পড়ুন- রেকর্ডের ঝুলিতে উজ্জ্বল উপস্থিতি, মহম্মদ শামি গড়লেন যে সমস্ত নজির