Tech News: বার বার রিফ্রেস করেও কাজ হচ্ছে না। বিশ্বজুড়ে ডাউন দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়েব। বিশেষ করে ডেস্কটপ ইউজাররা ব্যবহার করতে পারছেন না এর ওয়েব ভার্সন। সোশ্য়াল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই খবর।


Whatsapp Web Down: কী বলছে ডাউনডিটেক্টর ?
বরাবরই এই ধরনের খবর হলে জানা যায় ডাউনডিটেক্টর সাইটে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ছাড়াও মাইক্রো ব্লগিং ও বিভিন্ন ওয়েবসাইটের বিভ্রাটের ওপর নজর রাখে এই টেক ওয়োবসাইট। ডাউনডিটেক্টরের রিপোর্ট বলছে, বিশ্বব্যাপী ব্যবহারকারীরা রাত ১১.২৩ থেকে হোয়াটসঅ্যাপের এই সমস্যা জানাতে থাকে। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ অনেক ব্যবহারকারীর ডেস্কটপে আর কাজ করছে না। তবে মোবাইলে কোনও সমস্যা তৈরি করেনি হোয়াটসঅ্যাপ ওয়েব।