Whatsapp Features: হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য চালু হচ্ছে একটি নতুন ফিচার। এখন চলছে পরীক্ষা নিরীক্ষা। খুব তাড়াতাড়ি সব ইউজারদের জন্য এই ফিচার চালু হবে। জানা গিয়েছে, বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য যে ফিচার চালু হতে চলেছে তার নাম 'লক চ্যাট'। এই ফিচার চালু হলে ইউজাররা তাদের প্রাইভেট চ্যাট লক করে রাখতে পারবেন, অর্থাৎ গোপন রাখতে পারবেন কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের থেকে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও কার্যকর হবে এই ফিচার। স্পষ্ট বোঝা যাচ্ছে, নতুন এই ফিচার চালু হলে ইউজাররা পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন নিজেদের চ্যাট সুরক্ষিত এবং গোপন রাখার। হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের কে বা কারা আপনার চ্যাট দেখতে পাবেন, কারা পাবেন না সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।


মূলত ইউজারদের সুরক্ষা এবং নিরাপত্তার খাতিরেই এই ফিচার চালু করা হবে। আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সানে চলছে পরীক্ষা নিরীক্ষা। আগামী দিনে চালু হবে রোল আউট। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে জানা গিয়েছে, যখন কোনও চ্যাট লক করা থাকবে তখন কেবল ইউজার পাসকোড এবং ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেই ওই লক হয়ে থাকা চ্যাট খুলতে পারবেন। তাই যাঁর ফোন তিনি ছাড়া ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের নাগাল পাওয়া বেশ মুশকিল। অন্য কারও হাতে ফোন থাকলেও তিনি যেন আপনার ব্যক্তিগত কোনও তথ্য জেনে না ফেলে তার জন্যই এই নতুন ফিচার লঞ্চ হতে চলেছে। আপাতত এই ফিচারের ডেভেলপমেন্ট চলছে। রিলিজ ডেট এখনও ঘোষণা করা হয়নি।


হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং মেসেজে নতুন ডিউরেশন

 

হোয়াটসঅ্যাপে আগেই চালু হয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ (Whatsapp Disappearing Message) ফিচার। মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপের জন্য ১৫টি নতুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ডিউরেশন নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হল এমন একটি ফিচার যার সাহায্যে ইউজারের পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যায়। এই নির্দিষ্ট সময় সেট করে রাখা যায়। বর্তমানে তিনটি ডিউরেশন সেট করার অপশন রয়েছে ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৯০ দিন। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo। তবে এই ডিউরেশনের তালিকাতেই নতুন করে ১৫টি অপশন যুক্ত হতে চলেছে। এবার যুক্ত হবে- এক বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা। নতুন এইসব ডিউরেশন চালু হলে নিঃসন্দেহে ইউজারদের হাতে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ প্রসঙ্গে আরও আরও নিয়ন্ত্রণ আসবে।

 

আরও পড়ুন- রেডমি নোট ১২ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কবে থেকে কিনতে পারবেন?