Whatsapp: ২৪ অক্টোবর থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনেও (ANdroid Smartphone) বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.১ (Android 4.1) এবং তার চেয়ে বেশি ভার্সানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেসব স্মার্টফোনে থাকবে সেখানেই কাজ করবে বিশ্বের এই জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ। শুধু অ্যান্ড্রয়েড ফোন নয়, আইফোনের জন্যেও জারি হয়েছে নতুন নিয়ম। যেসব আইফোনে এখনও আইওএস ১০ বা আইওস ১১ রয়েছে তারা আই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবেন না। তবে সফটওয়্যার আপডেট করে নিলে সমাধান হবে সমস্যার। যাঁদের আইফোন ৫ বা আইফোন ৫সি রয়েছে তাঁদের চিন্তার কারণ নেই। এইসব ফোনের সফটওয়্যার আপডেট করে নিলেই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। তবে যাঁরা এখনও আইফোন ৪ বা আইফোন ৪এস ব্যবহার করছেন তাঁদের ক্ষেত্রে এবার নতুন ফোন কেনার সময় এসে গিয়েছে। কারণ এই দুই ডিভাইসে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে। ইউজারদের নিরাপত্তার খাতিরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মাঝে মাঝেই তাদের প্রাইভেসি ফিচার এবং ইউজার ইন্টারফেস আপডেট করে। আর তাই লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকা ডিভাইসেই কাজ করে হোয়াটসঅ্যাপ। এমনকি হোয়াটসঅ্যাপের যাবতীয় আপডেট এবং নতুন ফিচারও লেটেস্ট ভার্সান থাকলে তবেই পাওয়া সম্ভব। 


হোয়াটসঅ্যাপে আগামী দিনে ইউজারদের সুবিধার জন্য চালু হতে চলেছে বেশ কিছু নতুন ফিচার। এর মধ্যে কিছু ফিচারের ইতিমধ্যেই বিটা টেস্টিংও শুরু হয়েছে। একঝলকে দেখে নিন কী কী ফিচার হোয়াটসঅ্যাপে আগামী দিনে আসতে চলেছে।



  • হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানোর পর তা এডিটের অপশন আসতে চলেছে। ট্যুইটারে ইতিমধ্যেই এই এডিট ফিচার চালু হয়েছে। জানা গিয়েছে হোয়াটসঅ্যাপে ভুল মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত তা এডিটের অপশন পাবেন ইউজাররা। 

  • হোয়াটসঅ্যাপের গ্রুপে কতজন সদস্য থাকতে পারবেন সেই সংখ্যা বর্তমানের তুলনায় বাড়ানোর পরিকল্পনায় রয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে একটি হোয়াটসঅ্যাপ গ্রপে ৫১২ জন সদস্য থাকতে পারেন। তবে মেটা অধিকৃত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের গ্রুপে ১০২৪ জন সদস্য আগামী দিনে যুক্ত হতে পারবেন বলে শোনা গিয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই এই ফিচার চালু হবে।

  • আগামীদিনে হোয়াটসঅ্যাপে এমন ফিচার চালু হতে চলেছে যেখানে ডকুমেন্ট পাঠানো যাবে ক্যাপশন সমেত।


হোয়াটসঅ্যাপ কল লিঙ্ক


ইউজারদের সুবিধার্থে কল লঙ্ক নামের নতুন ফিচার চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই iOS ব্যবহারকারীরা পেয়ে গিয়েছেন। সম্প্রতি অ্যান্ড্রয়েডের জন্য এই ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাঅ কর্তৃপক্ষ। এই কল লিঙ্ক ফিচারের সাহায্যে ইউজারদের হোয়াটসঅ্যাপ কলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে একটি লিঙ্কের মাধ্যমে।


আরও পড়ুন- ফ্লিপকার্ট-অ্যামাজনে শেষ হচ্ছে দীপাবলি সেল, শেষলগ্নে দেখে নিন স্মার্টফোনের সেরা অফার