Smartphones: ফ্লিপকার্ট (Flipkart) এবং অ্যামাজনে (Amazon) দীপাবলি উপলক্ষ্যে অনেকদিন ধরেই চলছে সেল। ফ্লিপকার্টে এক দফায় সেল বন্ধ হয়ে ফের শুরু হয়েছিল। অ্যামাজনেও অনেকদিন ধরেই চালু রয়েছে ‘দিওয়ালি স্পেশ্যাল’ (Diwali Special Sale) সেল। দেশের অন্যতম বড় উৎসব, আলোর উৎসব হাজির রয়েছে দোরগোড়ায়। তবে এবার এই সেল শেষ হতে চলেছে। ফ্লিপকার্ট এবং অ্যামাজনে দীপাবলি উপলক্ষ্যে চলতে থাকা বিশেষ সেল শেষ হওয়ার আগে একদম শেষলগ্নে দেখে নিন বিভিন্ন স্মার্টফোনে (Smartphones) থাক আকর্ষণীয় অফার।
স্যামসাংয়ের ৫জি ফোন
স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই- এই প্রিমিয়াম ৫জি ফোন কেনা যাবে ৩৫,৯৯৯ টাকায়। ফ্ল্যাগশিপ ফোন স্যামসাং গ্যালাক্সি এস২১ কেনা যাবে ৫০ হাজার টাকার কমে। অ্যামাজনে এই ফোনের দাম ৪৯,৮৯৪ টাকা।
আইফোন ১৩
ফ্লিপকার্টে আইফোন ১৩- র দাম আসল থেকে অনেকটাই কমেছে। ৬৯,৯০০ টাকার আইফোন ১৩ পাওয়া যাচ্ছে ৫৯,৯৯০ টাকায়। এত কম দামে আর পাওয়া যাবে না আইফোন ১৩। সাম্প্রতিক সময়ে এটাই বোধহয় শেষ সুযোগ। তবে এখানে আইফোনের রিটেল বক্সে চার্জার থাকবে। তাই আলাদা করে চার্জার কিনতে হবে গ্রাহকদের।
নাথিং ফোন (১)
নাথিং ফোন (১)-র ১২৮ জিবি স্টোরেজ মডেলে পাওয়া যাচ্ছে ২৯,৯৯৯ টাকায়।
গুগল পিক্সেল ৬এ
গুগল পিক্সেল ৬এ ফোন কেনা যাবে ৩৪,১৯৯ টাকায়, ফ্লিপকার্টের গুগল পিক্সেল ৬এ ফোনের এই দাম ধার্য হয়েছে। এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকবে ক্রেতারা ৪২০০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ ব্যাঙ্ক অফার সমেত এই ফোন ৩০ হাজার টাকারও কমে কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি
অ্যামাজনের দিওয়ালি স্পেশ্যাল সেলে এই ফোন কেনা যাবে ১১,৯৯৯ টাকায়। যদি ২০ হাজার টাকার কমে ৫জি ফোন কিনতে চান তাহলে সবচেয়ে ভাল মডেল হল রেডমি নোট ১১ প্রো প্লাস। যদি ৩০ হাজার টাকার কমে ভাল ৫জি ফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে কিনতে পারেন মোটো এজ ৩০, আইকিউওও নিও ৬, পোকো এফ৪। অন্যদিকে ফ্লিপকার্টে মোটো এজ ৩০ ফোনের দাম ৪৩ হাজার টাকা। এটিও একটি ৫জি ফোন।
ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার
ফ্লিপকার্ট এবং অ্যামাজন, দুই ই-কমার্স সংস্থাতেই ফোনের দাম কমার পরেও থাকছে এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফার পাওয়ার সুযোগ। তার ফলে ফোনের দাম আরও কমে যাচ্ছে। যদি আপনি ১৫ হাজার টাকা বাজেট রাখেন তাহলেই কিনতে পারবেন ৫জি ফোন। এরপর ব্যাঙ্ক অফার ও অন্যান্য অফার যুক্ত হলে এই ফোনের দাম কমে ১২ হাজার টাকার কম হয়ে যাবে। পোকো এম৪ ৫জি ফোনের উপর সমস্ত ছাড় যুক্ত হয়ে ফোনের দাম হয়েছে ১০,৯৯৯ টাকা।
আরও পড়ুন- দীপাবলির আগে উৎসবের মরসুমে ভারতে আনুষ্ঠানিক ভাবে চালু হল জিও-র ৫জি পরিষেবা