Netflix Password Sharing: ভারতে নেটফ্লিক্স (Netflix) কর্তৃপক্ষ পাসওয়ার্ড শেয়ার (Password Sharing) করার পদ্ধতি বন্ধ করেছে। যদিও সকলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এক বাড়ির ক্ষেত্রে পাসওয়ার্ড শেয়ার করা যাবে। একেই বলা হচ্ছে ওয়ান হাউসহোল্ড পাসওয়ার্ড শেয়ারিং। এই বিষয়টি অনেকের কাছেই স্পষ্ট নয়। চলুন জেনে নেওয়া যাক নেটফ্লিক্সের নতুন নিয়মের খুঁটিনাটি। 


একই বাড়ির মধ্যে সদস্যরা নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন


অর্থাৎ একটি বাড়িতে যাঁরা একসঙ্গে থাকেন, তাঁদের ক্ষেত্রে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা থাকছে। একজন প্রাইমারি ইউজার থাকবে। তিনি সাবস্ক্রিপশন নেবেন। আর তাঁর লগ-ইন আইডি ব্যবহার করে বাকিরা নেটফ্লিক্স দেখতে পারবেন। বাড়ইর বাইরে থাকলে, এমনকি বেড়াতে গেলেও অব্যাহত থাকবে পরিষেবা। একই বাড়ির সদস্যদের মধ্যে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার জন্য Transfer Profile এবং Manage Access and Devices- এই জাতীয় ফিচারও রয়েছে। 


খরচ বাঁচানোর পথ বন্ধ


এতদিন অনেকেই বন্ধুদের নেটফ্লিক্সের পাসওয়ার্ড ব্যবহার করতেন। এই রাস্তা এবার বন্ধ হয়েছে। কারণ নেটফ্লিক্সের মাধ্যমে ট্র্যাক করা হবে যাঁরা পাসওয়ার্ড শেয়ারিং করছেন, তাঁরা একই বাড়ির সদস্য কিনা। আইপি অ্যাড্রেস, ডিভাইস আইডি এবং যে ডিভাইস থেকে লগ-ইন হয়েছে তার মাধ্যমে অ্যাকাউন্টের গতিবিধি পর্যবেক্ষণ ও আরও অনেক প্রযুক্তিগত কৌশলের সাহায্যে এই ট্র্যাকিং প্রক্রিয়া চালু রাখা হবে। অতএব ফাঁকি দেওয়ার উপায় নেই। প্রাইমারি হাউসহোল্ডের বাইরে থেকে পাসওয়ার্ড শেয়ার করে নেটফ্লিক্সে ঢুকতে চাইলে ইউজারকে অ্যাকসেস কোড দিতে হবে তাও আবার সাতদিন পর্যন্ত টানা। অন্যদিকে প্রাইমারি লোকেশনের ওয়াই-ফাই নেটওয়ার্কে ডিভাইস কানেক্ট করতে হবে প্রতি ৩১ দিনে অন্তত একবার। নতুন ফিচারের ফলে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার কমে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকে। 


বর্তমানে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনের খরচ



  • এক মাসে সিঙ্গল স্ক্রিন এবং এসডি কনটেন্ট (মোবাইল) দেখার খরচ ১৪৯ টাকা

  • এক মাসে সিঙ্গল স্ক্রিন এবং এসডি কনটেন্ট (বেসিক) প্ল্যানের খরচ ১৯৯ টাকা

  • এক মাসে দুটো স্ক্রিন এবং ফুল এইচডি কনটেন্ট (স্ট্যান্ডার্ড) খরচ ৪৯৯ টাকা

  • প্রিমিয়াম প্ল্যান আলট্রা এইচডি কনটেন্ট চারটি স্ক্রিন দেখার এক মাসের খরচ ৬৪৯ টাকা 


পেইড শেয়ারিং


নেটফ্লিক্সে পাসওয়ার্ড শেয়ার করা যায় টাকার মাধ্যমে। বিশ্বের অনেক দেশে এই ফিচার ইতিমধ্যেই চালু হয়েছে। তবে ভারতে এই পরিষেবা চালু হবে কিনা সেই প্রসঙ্গে স্পষ্ট ভাবে জানা যায়নি।