ওয়াসিংটন: উইন্ডোজ ১০-এর জেনারেশন শেষ, Windows অপারেটিং সফটওয়্যারের নতুন জেনারেশন আনছে মাইক্রোসফট। আজ ২৪ জুন তার মেগা ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হল সান ভ্যালিতে। এর আগে ৯ জুন মাইক্রোসফটের তরফে এরটি টিজার ভিডিও ছাড়া হয় স্যোশাল সাইটে। ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, জানলার মধ্য দিয়ে সূর্যের আলো এসে পড়ছে ঘরের ভিতর। ক্যাপশনে ইভেন্টে যোগ দেওয়ার বার্তাও জানিয়েছিল মাইক্রোসফট।


কেমন দেখতে মাইক্রোসফট Windows 11




ইতিমধ্যেই শুরু হয়েছে ভার্চুয়াল লঞ্চ অনুষ্ঠান। জানানো হয়েছে, চলতি বছরের বছরের শেষের দিকেই গ্রাহকদের জন্য চালু হবে Windows 11 জেনারেশন। পাশাপাশি আগামী সপ্তাহ থেকেই উইন্ডোজ ইনসাইডারদের জন্য পরীক্ষামূলকভাবে উপলব্ধ হবে। নতুন অপারেটিং সিস্টেমটি উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা বিনামূল্যে আপগ্রেড করতে পারবেন। 


এ দিন মঞ্চে বক্তৃতা দেন মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা। বলেন, 'আজ আমরা আপনাকে যা দেখিয়েছি তাতে আমি আনন্দিত, বিশ্বজুড়ে ইতিহাসের পাতায় উইন্ডোজ একটি গণতান্ত্রিক শক্তি হিসেবে কাজ করেছে।'


[


মাইক্রোসফ্ট স্টোর-সহ অ্যান্ড্রয়েড অ্যাপস মিলবে Windows 11-এ। দেখে মনে হচ্ছে টিকটোক Windows 11 এ আসবে ইন্টিগ্রেটেড অ্যাপ্লিকেশনগুলি এই অ্যাপগুলিকে উইন্ডোজে নিয়ে আসবে।



  • Windows 11-এর Windows লোগোতে নতুন ডিজাইন থাকছে। আগের লোগোর পরিবর্তে ব্যবহার হয়েছে একটি বর্গাকার নীল রঙের লোগো। এ ছাড়াও লোগোর চারপাশে শার্প কর্নারের বদলে দেখা যাবে রাউন্ডেড কর্নার। 

  • স্টার্ট মেনুর সঙ্গেই অন্যান্য অ্যাপ আইকন এবার টাস্ক বারের মাঝে এসেছে। স্টার্ট মেনুর পাশেই থাকছে সার্চ মেনু। আগের মতো বড় সার্চ মেনু দেখা যাবে না।

  • টাচ মোডে আরও ভাল কাজ করবে Windows 11.

  • বিশেষত Windows 11-এ সরাসরি টিম ইন্টিগ্রেশন আসছে।  ব্যবহারকারীরা যেকোনও কল, ভিডিও কল করতে পারবেন। ওপর ব্যবহারকারী অন্য ডিভাইস  অর্থাৎ ম্যাকের ডিভাইস ব্যবহার করলেও তাতে সমস্যা হবে না।

  • আইকনে পরিবর্তন ছাড়া ফাইল এক্সপ্লোরারে কোনও বড় পরিবর্তন দেখা যাবে না।

  • এ ছাড়াও Windows 11-এ যোগ হয়েছে নতুন ওয়ালপেপার। স্টার্টআপ স্ক্রিনও অনেকটা Windows 10X-এর মতোই দেখতে। সঙ্গে যোগ হয়েছে নতুন স্টার্টআপ সাউন্ডও। ঢেলে সাজানো হয়েছে বিনোদন বিভাগও।

  • Windows 11-এর হাত ধরে ফিরে আবার ফিরছে উইজেট। এবার থেকে উইজেট টাস্কবারে নতুন উইজেট অ্যাড করা যাবে। ডেভেলপাররা চাইলে নিজস্ব সফ্টওয়্যারের সঙ্গে নিজেদের উইজেটও তৈরি করতে পারবেন।

  • থাকছে নতুন কি-বোর্ড। এই কিবোর্ডে আরও GIF ও emoji দেখা থাকবে।

  • যুক্ত হয়েছে নতুন স্ন্যাপ কন্ট্রোল। যে কোনও অ্যাপে ম্যাক্সিমাইজ কী-র মাধ্যমে এই ফিচার ব্যবহার করা যাবে।

  • Windows Store-এর ইউজার ইন্টারফেসেও পরিবর্তন এসেছে। আরও বড় ছবি ব্যবহার করে টেক্সটের ব্যবহার কমেছে।

  • পাশাপাশিই আবার আগামী অপারেটিং সিস্টেমে Xbox ব্যবহারের অভিজ্ঞতা ভাল হবে।