Tech News: এবার ভারতের স্মার্টফোন বাজারে আসতে চলেছে একটি বিশেষ স্মার্টফোন।  Motorola ভারতে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন Motorola Razr 40 Ultra লঞ্চ করতে প্রস্তুত৷ কোম্পানি সম্প্রতি চিনে Motorola Razr 40 এবং Motorola Razr 40 Ultra লঞ্চ করেছে। এখন ভারতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। শোনা যাচ্ছে, ২২ জুন লঞ্চ হতে পারে এই ফোন।


ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা রেজর ৪০ সিরিজের ফোল্ডেবল ফোন। এই তালিকায় মোটোরোলা রেজর ৪০ আলট্রা (রেজর প্লাস নামেও পরিচিত) এবং মোটোরোলা রেজর ৪০ (রেজর নামে পরিচিত) - এই দুই ফোন রয়েছে। একই দিনে অর্থাৎ ২২ জুনই এই দুই ফোন লঞ্চ হবে কিনা তা স্পষ্ট নয়। তবে ২২ জুন হাই রেজের মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোল্ডেবল ফোন যে লঞ্চ হবে তা জানা গিয়েছে। দ্বিতীয় ফোন অর্থাৎ মোটোরোলা রেজর ৪০ সেদিনই লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। 


Tech News: ফ্লিপ ফোনের বাজার ধরতে Motorola শীঘ্রই ভারতে Motorola Razr 40 Ultra স্মার্টফোন লঞ্চ করবে। টিপস্টারদের মতে, বিশ্বের সবচেয়ে পাতলা ফ্লিপ ফোন হতে চলেছে এই ডিভাইস। ইতিমধ্য়েই স্মার্টফোনটিকে Amazon-এ তালিকাভুক্ত করেছে মোটো। অর্থাৎ ফোনটি শীঘ্রই বাজারে আসতে চলেছে। মোটোরোলা এই ফোনের আগে দুটি ফ্লিপ ফোন বাজারে এনেছে। বলা হচ্ছে , নতুন মডেলটি ডিজাইনের দিক থেকে প্রথম দুটি মডেল থেকে অনন্য হতে চলেছে।


Motorola ইতিমধ্যেই চিনে Motorola Razr 40 ও  40 Ultra লঞ্চ করেছে। ভারতে কোম্পানি শুধুমাত্র Motorola Razr 40 Ultra লঞ্চ করবে, যার দাম প্রায় 65,000 টাকা হতে পারে। এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি কোম্পানি।


Motorola Razr 40 Ultra: ফোনের স্পেসিফিকেশন
এই স্মার্টফোনটিতে 3.6 ইঞ্চি পিওলেড কভার ডিসপ্লে পাওয়া যাবে। পর্দার সুরক্ষার জন্য এটি গরিলা গ্লাস ভিক্টাসের সুরক্ষা পাবে। মূল স্ক্রিন 6.9 ইঞ্চি হতে পারে যা 165hz এর রিফ্রেস রেট সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার দুটি রুম থাকবে 12+13MP। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে একটি 32MP ক্যামেরা পাওয়া যাবে।


Tech News: ফোনের সম্ভাব্য ফাঁস তথ্য বলছে,এতে একটি 3800 mAh ব্যাটারি থাকবে যা 30 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনটি Snapdragon 8th Plus প্রজন্মের 1 SOC সাপোর্ট করবে। এই তথ্য ফাঁস উপর ভিত্তি করে স্মার্টফোনের স্পেক্সে ছোটখাটো পরিবর্তন হতে পারে


Cyber Fraud: ফাঁকা হবে অ্যাকাউন্ট ! রাজ্যে প্রতারকদের নতুন ফাঁদ, সতর্ক করছে কলকাতা পুলিশ