Kolkata Police Alert: গ্রাহকদের ঠকাতে ফের নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। এই প্রতারণার জালে পা দিলে ফাঁকা হবে আপনার অ্যাকাউন্ট। বিপদ এড়াতে আগেভাগেই নিতে হবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা। সম্প্রতি রাজ্যের এই জালিয়াতিচক্র রুখতে সতর্ক করছে কলকাতা পুলিশের সাইবার সেল।


Cyber Crime: ওটিপি, লিঙ্কে ক্লিক না করলেও উধাও হবে টাকা
সম্প্রতি রাজ্যে সক্রিয় হয়েছে একটি বড় প্রতারণাচক্র। অনলাইনের এই প্রতারণাচক্রে ফাঁদে পা দিয়েছেন অনেকেই। ইতিমধ্যেই এই জালিয়াতদের খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠগরা যাতে এই নতুন প্রতারণাচক্রের মাধ্যমে আরও গ্রাহকদের না ঠকায়, তাই সতর্ক করেছে কলকাতা পুলিশের সাইবার সেল। এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর আসাদুল্লাহ খান। 


Kolkata Police Alert: আপনার অজান্তেই ঘটবে বিপদ
এই সাইবার জালিয়াতি অবাক করছে খোদ কলকাতা পুলিশকেও। কারণ, প্রতারিত গ্রাহকরা বলছেন, তাঁরা কোনও ওটিপি শেয়ার করেননি এমনকি কারও পাঠানো কোনও লিঙ্কেও ক্লিক করেননি। এখানেই শেষ নয়, কারও কথা মেনে কোনও ইউপিআই পিন বা কোনও অ্যাপ ডাউনলোড করেননি প্রতারিতরা, তা সত্ত্বেও তাঁদের এই সাইবার জালিয়াতির শিকার হতে হয়েছে।


Cyber Fraud: কীভাবে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা ?
কলকাতা পুলিশকে প্রতারিতরা জানিয়েছেন, AEPS -এর মাধ্যমে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। যার মেসেজ আসছে তাদের মোবাইলে। এরকমই একজনের ১০ হাজার টাকা কেটে নিয়েছে প্রতারকরা।


AEPS আসলে কী ?
AEPS হল আধার এনাবল্ড পেমেন্ট সার্ভিস। এটা এক ধরনের আধার সম্বলিত সুবিধা। গ্রামে যেখানে এটিএম কাউন্টার নেই,সেখানে অনেক দোকানদারের কাছে রয়েছে এই AEPS-এর সুবিধা।  এরকম জায়গায় যদিও কেউ আধার কার্ড নিয়ে যায়, ওখানে তাঁর আঙুলের ছাপ দিয়ে ও দোকানদার বা ব্যক্তি কার্ড হোল্ডারকে টাকা তুলে দিতে পারবেন। বর্তমানে দেখা যাচ্ছে, কিছু প্রতারকরা ওই আধার কার্ড ও আঙুলের ছাপের অপব্যবহার করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে।


Kolkata Police Alert: এই ধরনের প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন ?
এই ধরনের জালিয়াতি থেকে বাঁচার একটি সহজ পন্থা রয়েছে। MyAadhaar নামের একটি অ্যাপ রয়েছে। যেখানে যাচাইয়ের বা অথেন্টিকেশনের পরে আপনি আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশন সিস্টেমটাকে লক করতে পারেন। ধরুন, কোথাও জমি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আঙুলের ছাপ দিতে হবে। সেই ক্ষেত্রে একবার ছাপ দেওয়ার পরে আপনি আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশন সিস্টেমটাকে লক করে দিন। যখন আবার এই ধরনের আঙুলের ছাপের প্রযোজন পড়বে ,আবার মাই আধারে গিয়ে অথেন্টিকেশন খুলে দেবেন।


আমরা যেমন আমাদের ডেবিট ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন নিজে থেকেই বন্ধ করে রাখতে পারি। সেরকমই আধারে বায়োমেট্রিক লক করে রাখলে আপনাকে আর ভুগতে হবে না। 



আরও পড়ুন : EPFO Marriage Advance: বিয়ের খরচ মেটাবে EPFO! শুধু মানতে হবে এই শর্ত