Xiaomi 12 Lite: শাওমি ১২ লাইট (Xiaomi 12 Lite) সম্প্রতি লঞ্চ হয়েছে। একাধিক দুর্দান্ত ফিচার রয়েছে শাওমির (Xiaomi) এই স্মার্টফোনে (Smartphone)। এইসব ফিচার অনেকটাই আইফোন ১২- র মতো। আন্তর্জাতিক বাজারে লঞ্চ হওয়া এই ফোন প্রসঙ্গে বিশেষজ্ঞদের অনেকে বলছেন, দাম অনুযায়ী শাওমি ১২ লাইট ফোনে যেসমস্ত ফিচার রয়েছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। এবার শাওমি ১২ লাইট ফোনের দাম এবং ভ্যারিয়েন্টগুলো একঝলকে দেখে নেওয়া যাক।


শাওমি ১২ লাইট ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম USD 399, ভারতীয় মুদ্রায় প্রায় ৩১,৭০০ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম USD 449, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫,৭০০ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম USD 499, ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা। কালো, হাল্কা গোলাপি এবং হাল্কা সবুজ রঙে পাওয়া যাচ্ছে শাওমি ১২ লাইট ফোন। ভারতের বাজারে এখনও শাওমি ১২ লাইট ফোন লঞ্চ হয়নি। তবে এই ফোনের সঙ্গে আইফোন ১২- র মিল রয়েছে একথা জানার পর থেকেই ভারতের বাজারেও শাওমির এই ফোন নিয়ে চাহিদা শুরু হয়েছে।


শাওমি ১২ লাইট ফোনের বিভিন্ন ফিচার



  • শাওমি ১২ লাইট ফোন একটি মিড-রেঞ্জের ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ চিপসেট। এছাড়াও এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ বেসড MIUI 13-র সাহায্যে।

  • শাওমি ১২ লাইট ফোনে রয়েছে একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। শাওমির দাবি, ভিডিয়ো দেখা এবং গেম খেলার ক্ষেত্রে দারুণ ভাল অভিজ্ঞতা দেবে এই ফোন। Dolby Vision এবং HDR10+ সাপোর্ট রয়েছে শাওমি ১২ লাইট ফোনের স্ক্রিনে। তার উপর সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। যার ফলে হাত থেকে ফোন পড়ে গেলেও ডিসপ্লেতে কোনও সমস্যা হবে না।

  • শাওমি ১২ লাইট ফোনের রেয়ার প্যানেলে বা পিছনের অংশে রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং HM2 সেনসর। এর সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপরের দিকে মাঝ-বরাবর রয়েছে একটি পাঞ্চ হোল। আর সেখানে সেট করা রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • এই ফোনে রয়েছে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ৫জি সাপোর্ট। ভারতে এখনও এই ফোন লঞ্চ হয়নি। কবে লঞ্চ হবে সে ব্যাপারেও কিছু জানা যায়নি।


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে Tecno Camon 19 Series? কী কী ফোন লঞ্চ হতে পারে, জেনে নিন