Xiaomi 12 Pro Launch: অপেক্ষার দিন শেষ হতে চলেছে। চিনা স্মার্টফোন নির্মাতা ভারতে তাদের প্রিমিয়াম নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী 24 এপ্রিল ভারতে Xiaomi 12 Pro লঞ্চ করবে কোম্পানি। এই বিষয়ে নিশ্চিত করেছে শাওমি। 


Xiaomi 12 Pro Launch: কার সঙ্গে হবে প্রতিযোগিতা ?
আগেই অন্যান্য বাজারে আনা হয়েছে এই ফোন। দেশে এলে OnePlus 10 Pro এর সঙ্গে প্রতিযোগিতা হবে এই ফোনের। টেক ব্লগাররা বলছেন, ভারতে Xiaomi 12 সিরিজের ফোনও নিয়ে আসতে পারে কোম্পানি। ইতিমধ্যেই বিশ্বব্যাপী Xiaomi 12, Xiaomi 12 Pro ও Xiaomi 12X বিক্রি করছে।


Xiaomi 12 Pro Specs: ফোনের ফিচার ও স্পেকস
ইতিমধ্যেই বিশ্বব্যাপী লঞ্চ হয়েছে এই ফোন। আমরা ইতিমধ্যেই এর সব ফিচার ও স্পেকস সম্পর্কে জানতে পেরেছি। Xiaomi 12 Pro-তে 120Hz-এর রিফ্রেশ রেট সহ একটি 6.73-ইঞ্চি ফুল HD ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে স্পেসিফিকেশনগুলি OnePlus 10 Pro এর সমতুল্য। ওয়ানপ্লাসের ওই ফোন একটি 120Hz রিফ্রেশ রেট প্যানেলের সঙ্গে পাওয়া যায়।


Xiaomi 12 Pro: কী ক্যামেরা রয়েছে ফোনে ?
Xiaomi-র এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। এতে 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা রয়েছে। একই সঙ্গে একটি 50-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা ও একটি 50-মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হয়েছে ফোনে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ডিভাইসে।


Xiaomi 12 Pro: ব্যাটারি কী রয়েছে ফোনে ?
এই স্মার্টফোনটি Android 12 বেস MIUI 13-এ কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে রয়েছে 4600mAh ব্যাটারি। যা 120W তারযুক্ত চার্জার ও 50W ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি 10W রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্ট করে। এর প্রতিযোগী OnePlus 10 Pro 5000mAh-এর ব্যাটারি সহ পাওয়া যায়। যাতে 80W দ্রুত চার্জিং পাবেন।


আরও পড়ুন : Vivo X Fold: আট ইঞ্চির বেশি স্ক্রিন; দুর্দান্ত স্পেকস, ভিভো আনছে এই ফোন