Oppo Smartphone: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৭ ফোন (Oppo A17)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। ওপ্পো ‘এ’ সিরিজের (Oppo A Series Phone) এই ফোন একটি বাজেট রেঞ্জের মডেল (Budget Phone)। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৭ ফোন। এই ফোনে রয়েছে একটি লেদার ডিজাইন এবং ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়ায়টার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও জানা গিয়েছে যে ওপ্পো এ১৭ ফোনে রয়েছে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। ওপ্পো এ১৭ ফোনে রয়েছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ভারতে ওপ্পো এ১৭ ফোনের দাম এবং উপলব্ধতা
ওপ্পো এ১৭ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ১২,৪৯৯ টাকা। একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। মিডনাইট ব্ল্যাক এবং সানলাইট অরেঞ্জ- এই দুই রঙে দেশে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৭। ওপ্পো স্টোর এবং বিভিন্ন বড় রিটেল স্টোর থেকে কেনা যাবে ওপ্পো ‘এ’ সিরিজের এই বাজেট স্মার্টফোন। অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং কোটাক ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোন কিনলে ক্রেতারা ১৫০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ছাড় পেতে পারেন।
ওপ্পো এ১৭ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে ওপ্পো এ১৭ ফোনে। অ্যান্ড্রয়েড ১২ বেসড ColorOS 12.1.1- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- ওপ্পো এ১৭ ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির একটি LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম যা ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
- এই ফোনে AI ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি সেনসর।
- ওপ্পো এ১৭ ফোনের ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ভি ৫.৩, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। ফোনের পিছনের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং এই ফোনে ফেসিয়াল রেকগনিশন ফিচারের সাপোর্টও রয়েছে।
- ওপ্পো এ১৭ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোন একটি IPX4 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জলে এই ফোনের কোনও ক্ষতি হবে না।
আরও পড়ুন- Jio True 5G লঞ্চ আগামীকাল, প্রথমে এই চার শহরে পাওয়া যাবে পরিষেবা