Xiaomi 13 Series: গ্লোবাল মার্কেট অর্থাৎ আন্তর্জাতিক স্তরে অবশেষে লঞ্চ হয়েছে শাওমি ১৩ সিরিজ (Xiaomi 13 Series)। চিনে এই স্মার্টফোন সিরিজ গতবছর ডিসেম্বরেই লঞ্চ হয়েছিল। গ্লোবাল মার্কেটে শাওমি ১৩ সিরিজে লঞ্চ হয়েছে ভ্যানিলা মডেল শাওমি ১৩ (Xiaomi 13), শাওমি ১৩ প্রো (Xiaomi 13 Pro) এবং শাওমি ১৩ লাইট (Xiaomi 13 Lite) - এই তিনটি ফোন। জানা গিয়েছে, শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ২। অন্যদিকে শাওমি ১৩ লাইট ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর। 


শাওমি ১৩, শাওমি ১৩ প্রো এবং শাওমি ১৩ লাইট ফোনের দাম


শাওমি ১৩ সিরিজের বেস মডেল বা ভ্যানিলা মডেলের দাম শুরু হচ্ছে EUR 999- ভারতীয় মুদ্রায় প্রায় ৮৭,৬০০ টাকা থেকে। অন্যদিকে শাওমি ১৩ প্রো ফোনের দাম শুরু হচ্ছে EUR 1299- ভারতীয় মুদ্রায় প্রায় ১,১৩,৯০০ টাকা থেকে। এছাড়াও শাওমি ১৩ লাইট ফোনের দাম শুরু হচ্ছে EUR 499- ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,৮০০ টাকা থেকে। 


গ্লোবাল মার্কেটে শাওমি ১৩ সিরিজের ফোনগুলি কী কী রঙে লঞ্চ হয়েছে


শাওমি ১৩ প্রো গ্লোবাল ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে দুটো রঙে, Ceramic Black এবং White। অন্যদিকে শাওমি ১৩ অর্থাৎ বেস মডেল লঞ্চ হয়েছে কালো, সবুজ এবং সাদা- এই তিনটি রঙে। এর পাশাপাশি শাওমি ১৩ লাইট ফোন লঞ্চ হয়েছে কালো, নীল এবং গোলাপি রঙে। 


OnePlus Nord 3: ওয়ানপ্লাস ১১ ৫জি এবং ওয়ানপ্লাস ১১আর - এই দুই ফোন ভারতে লঞ্চের পর এবার ওয়ানপ্লাস সংস্থা তাদের নর্ড সিরিজের নতুন মডেল লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ লঞ্চ হতে চলেছে দেশে। সম্ভবত চলতি বছর জুন মাসে এই ফোন লঞ্চ হবে ভারতে। সূত্রের খবর, ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন এই ফোনের দাম হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশে। 


iQoo Z7: সূত্রের খবর আইকিউওও জেড৭ ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। তবে ভিভো সম্প্রতি আইকিউওও জেড৭ ফোনের একটি সম্ভাব্য ডিজাইন প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। আইকিউওও জেড৬ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭ ফোন। শোনা যাচ্ছে, আইকিউওও জেড৭ ফোনে থাকতে পারে আয়তাকার ক্যামেরা মডিউল। সেখানেই থাকবে দুটো সেনসর। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও লক্ষ্য করা যেতে পারে।কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি। এখনও এই ফোন ভারতে লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি।


আরও পড়ুন- গুগল সার্চে কাস্টমার কেয়ার নম্বর নিচ্ছেন ? আপনিও হতে পারেন প্রতারণার শিকার