Xiaomi Smart TV X Series: শাওমি ইন্ডিয়া নতুন স্মার্ট টিভি এক্স সিরিজ (Xiaomi Smart TV X Series) লঞ্চ করেছে সম্প্রতি। মোট তিনটি ডিসপ্লে সাইজে এই স্মার্ট টিভি (Smart TV) সিরিজ লঞ্চ হয়েছে দেশে। শাওমি স্মার্ট টিভি (Xiaomi Smart TV) এক্স ৪৩ ইঞ্চি মডেলের দাম ২৮,৯৯৯ টাকা। ৫০ ইঞ্চি ডিসপ্লে সাইজের দাম ৩৪,৯৯৯ টাকা। আর ৫৫ ইঞ্চি ডিসপ্লে সাইজের টিভির দাম ৩৯,৯৯৯ টাকা। Mi.com, Mi Homes এবং ফ্লিপকার্টের মাধ্যমে ও বিভিন্ন রিটেল স্টোর থেকে শাওমির এই স্মার্ট টিভিগুলি কেনা যাবে। ইউজাররা এই স্মার্ট টিভিগুলিতে 4K cinematic viewing experience পাবেন বলে দাবি করেছে শাওমি সংস্থা। অর্থাৎ এটা স্পষ্ট যে ঝাঁ-চকচকে ফিচার নিয়ে গ্রাহকদের জন্য ভারতের বাজারে লঞ্চ হয়েছে শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজ। অন্যান্য অনেক সংস্থার স্মার্ট টিভির তুলনায় শাওমির এই টিভি সিরিজের দাম শুরু হচ্ছে অনেকটা কমে।
শাওমির এই স্মার্ট টিভি এক্স সিরিজের বিভিন্ন মডেলের ফিচার ও স্পেসিফিকেশন
- ৩০ ওয়াটের স্পিকার, ডলবি অডিও এবং DTS-HD ও DTS: Virtual Xটেকনোলজি ফিচারের সাপোর্ট রয়েছে এই স্মার্ট টিভিগুলিতে। এর সাহায্যে বাড়ি বসেই সিনেমা হলের মতো এক্সপিরিয়েন্স টিভির মাধ্যমেই পাবেন দর্শকরা।
- ইউটিউবের মিউজিক কনটেন্ট চালানো যাবে এই টিভিতে। সরাসরি মিউজিক ট্যাব থেকে প্লে করা যাবে কনটেন্ট।
- শাওমি টিভি এক্স সিরিজে ৪কে রেজোলিউশনের ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ডলবি অডিও সাপোর্ট। অর্থাৎ দেখা এবং শোনার ক্ষেত্রে শাওমির এই স্মার্ট টিভিতে দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবেন দর্শকরা।
- ৩০০- টির বেশি লাইভ চ্যানেল, ৩০- টির বেশি আন্তর্জাতিক ও ভারতীয় কনটেন্ট পার্টনার, ১৫- র বেশি ভাষার সাপোর্ট (কনটেন্টে), ইউনিভার্সাল সার্চ এবং কিডস মোডের সুবিধা থাকছে শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজের তিনটি মডেলেই।
- শাওমির এই স্মার্ট টিভিগুলিতে রয়েছে 64-bit Quad Core A55 chip। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড টিভি ১০- এর সাপোর্ট। ২ জিবি র্যাম এবং ৮ জিবি স্টোরেজ রয়েছে এই স্মার্ট টিভিগুলিতে।
- কানেক্টিভিটি ফিচার হিসেবে শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই এবং ব্লুটুথ ৫.০- র সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে তিনটি HDMI পোর্ট এবং দুটো ইউএসবি পোর্ট। একটি AV এবং ইয়ারফোন পোর্টও রয়েছে এই স্মার্ট টিভিগুলিতে।
আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু হল রেডমি নোট ১১এসই ফোনের, দেখে নিন বিভিন্ন অফার