Xiaomi Turns 8: ভারতে ৮ বছর পূরণ করেছে শাওমি (Xiaomi) সংস্থা। আর সেই উপলক্ষ্যেই শুরু হয়েছে শাওমি সংস্থার বিশেষ ‘Xiaomi Turns 8' অ্যানিভার্সারি সেল। জানা গিয়েছে, এই সেলে শাওমি এবং রেডমি স্মার্টফোনের (Xiaomi and Redmi Smartphone) পাশাপাশি ল্যাপটপ, স্মার্টটিভি এবং অন্যান্য প্রোডাক্টেও থাকছে বিপুল ছাড়। আপাতত শাওমির এই অ্যানিভার্সারি সেল লাইভ রয়েছে অর্থাৎ চালু হয়ে গিয়েছে। আগামী ১৩ জুলাই এই সেল শেষ হবে। শাওমি সংস্থা জানিয়েছে তাদের ফোন শাওমি ১১আই, শাওমি ১১আই হাইপারচার্জ, শাওমি ১২ প্রো, রেডমি ৯এ, রেডমি ১০এ এবং রেডমি নোট ১১ প্রো+ ৫জি--- এইসব ফোন অনেকটাই কম দামে পাওয়া যাবে। এর পাশাপাশি শাওমি OLED ৫৫, এমআই টিভি QLED টিভি ৪কে ৫৫, এমআই টিভি QLED টিভি ৭৫--- এই সমস্ত স্মার্টটিভির দামেও থাকবে অনেকটা পরিমাণ ছাড়।
‘Xiaomi Turns 8' অ্যানিভার্সারি সেল- বর্তমানে এই সেল চালু হয়ে গিয়েছে। চলবে ১৩ জুলাই পর্যন্ত। Mi.com এবং Mi Home stores-এর মাধ্যমে এই সেল চলবে। এর পাশাপাশি এমআই-এর অফিশিয়াল সাইটে এক্সক্লুসিভ ভাবেও কিছু সেল চলবে। সেক্ষেত্রে সকাল ১০টায় থাকবে জ্যাকপট ডিল (নির্দিষ্ট প্রোডাক্ট), দুপুর ১২টায় থাকবে লাইফস্টাইল প্রোডাক্টের উপর ছাড় (সারপ্রাইজ স্টোর), বিকেল ৪টেয় থাকবে Pick-N-Choose অফার, ক্রেতারা তাদের পছন্দের যেকোনও দুটো প্রোডাক্ট ছাড়প্রাপ্ত দামে কিনতে পারবেন। এখানেই শেষ নয়। সন্ধে ৬টায় থাকছে হ্যাপি আওয়ার। এখানে নির্দিষ্ট প্রোডাক্ট ৯৯ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। আর সন্ধে ৮টায় নির্দিষ্ট কিছু ডিভাইস কেনা যাবে মাত্র ৮ টাকায়।
এবার দেখে নেওয়া যাক কোন ফোন কত দামে পাবেন
শাওমি ১১আই- এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে ৫০০০ টাকা ছাড় যুক্ত হয়ে ফোনের দাম হবে ২৬,৯৯৯ টাকা।
শাওমি ১১আই হাইপারচার্জ- এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামে ৫০০০ টাকা ছাড় যুক্ত হয়ে ফোনের দাম হয়েছে ২৮,৯৯৯ টাকা।
শাওমি ১২ প্রো- এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শাওমির এই স্পেশ্যাল সেলে ৬৬,৯৯৯ টাকা।
রেডমি ১০এ- এই ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের আসল দাম ১১,৯৯৯ টাকা। তবে ৩০০০ টাকা সেল দিয়ে এই ফোন পাওয়া যাচ্ছে ৮৯৯৯ টাকা।
রেডমি নোট ১১ প্রো+ ৫জি- এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শাওমির এই সেলে ২৪,৯৯৯ টাকা।
আরও পড়ুন- iPhone 13-এ দারুণ ডিল, সব মডেলে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়