YouTube: ইউজারদের অভিজ্ঞতা আরও ভাল করার জন্য নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে ইউটিউব (YouTube) কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এই স্ট্রিমিং মাধ্যমে চালু হতে চলেছে লাইভ লিরিক্স (Live Lyrics) ফিচার। অর্থাৎ ইউটিউবে গান শোনার সময়েই সেই গানের লিরিক্স দেখার সুবিধা পাবেন ইউজাররা। সূত্রের খবর, এর মধ্যেই নাকি এই ফিচারের রোল আউট শুরু করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ক্ষেত্রেই চালু হতে চলেছে এই ফিচার। রোল আউট যখন শুরু হয়েছে অনুমান এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হতে খুব বেশি দেরি নেই। বর্তমানের জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং অ্যাপ 'স্পটিফাই'। পডকাস্ট এবং আরও অনেক ধরনের অনুষ্ঠান শোনা যায় এই অ্যাপের মাধ্যমে। সেখানে চালু রয়েছে এই লাইভ লিরিক্স ফিচার। গান শোনার সময়েই লিরিক্স দেখার সুবিধা পান ইউজাররা। সূত্রের খবর, এর আগে এপ্রিল মাসে ইউটিউব মিউজিকের ক্ষেত্রে এই ফিচার প্রথম দেখা গিয়েছিল। এবার ইউজারদের জন্য শুরু হয়েছে রোল আউট। তবে সমস্ত গানের ক্ষেত্রে এখনই ইউটিউবে এই ফিচার চালু হচ্ছে না। আগামী দিনে সব গানের ক্ষেত্রেই ইউজাররা লাইভ লিরিক্স ফিচারের সুবিধা পাবেন বলে অনুমান। 


ইউটিউবের এই নতুন ফিচারের রোল আউট অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই মাধ্যমেই শুরু হয়েছে। জানা গিয়েছে, ইউটিউবের লাইভ লিরিক্স ফিচারের সাহায্যে গানের যে লাইন যখন চালু থাকবে সেই লাইন সাদা রঙে বোল্ড করা থাকবে, যাতে ইউজাররা সহজে বুঝতে পারবেন। গানের বাকি লাইনগুলি সেই সময় ধূসর রঙে দেখা যাবে। এই লাইভ লিরিক্স ফিচারের সুবিধা পেতে হলে ইউজারকে এমন একটি গান চালাতে হবে যার সঙ্গে লিরিক্স যুক্ত রয়েছে। এরপর Now Playing স্ক্রিনে থাকা Lyrics টয়বে যেতে হবে ইউজারদের। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে YouTube Music version 6.15 এবং আইওএস- এর ক্ষেত্রে version 6.16- এ লাইভ লিরিক্স ফিচারের রোল আউট শুরু হয়েছে। 


প্রসঙ্গত উল্লেখ্য, স্পটিফাই অ্যাপে এই ফিচারের রোলআউট শুরু হয়েছিল ২০২০ সালের জুন মাসে। সেই সময়ে নির্দিষ্ট কিছু দেশে এই পরিষেবা চালু হয়। সেই তালিকায় নাম ছিল ভারতের। পরবর্তী সময়ে ২০২১ সালের নভেম্বর মাসের মধ্যে আরও অনেক দেশেই স্পটিফাই অ্যাপের এই লাইভ লিরিক্স ফিচার চালু হয়ে গিয়েছিল। এবার ইউজারদের আকর্ষণ বাড়ানোর জন্য ইউটিউবেও সমস্ত ইউজারদের জন্য এবং সব ভার্সানে চালু হতে চলেছে এই লাইভ লিরিক্স ফিচার।


আরও পড়ুন- ভারতে হাজির রিয়েলমি ১১ এবং ১১এক্স ৫জি, দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, দাম কত?