YouTube Video: ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব সম্প্রতি ভিডিয়ো আপলোডিং নিয়ে কিছু নতুন নীতির কথা জানিয়েছে। বিভ্রান্তিকর থাম্বনেল এবং টাইটেল দিয়ে ভিডিয়ো আপলোড করলে সেই কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কড়া পদক্ষেপ করবে ইউটিউব। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ক্লিকবেট থাম্বনেল এবং টাইটেল (YouTube Video) ব্যবহার করলে সেই সমস্ত ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরদের উপর কড়া পদক্ষেপ করা হবে। গুগল ইন্ডিয়ার একটি ব্লগ পোস্টে ইউটিউব জানিয়েছে যদি কোনো ভিডিয়োর থাম্বনেল এবং টাইটেলের সঙ্গে কনটেন্টের কোনো মিল না থাকে, তাহলে সেই ভিডিয়োটি (YouTube New Policy) মুছে দেওয়া হবে। কোনো ব্রেকিং নিউজ বা সাম্প্রতিক ঘটনাকেন্দ্রিক ভিডিয়োগুলির জন্যই এই নিয়ম বানানো হয়েছে বলে জানিয়েছে ইউটিউব।


ভিডিয়ো কনটেন্টের সঙ্গে মিল থাকতে হবে থাম্বনেলের


ইউটিউব জানিয়েছে, সংবেদনশীল আপত্তিকর এবং বিভ্রান্তিকর ভিডিয়ো টাইটেল এবং থাম্বনেল মূলত দর্শকদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে। কোনো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে প্ল্যাটফর্মে এলে দর্শকরা এই ধরনের ভিডিয়ো দেখলে ক্ষুণ্ণ হন। ভারতীয় ক্রিয়েটররা ব্রেকিং নিউজ বা কোনো সাম্প্রতিক ঘটনা নিয়ে ভিডিয়ো বানানোর সময় এই কাজ করছেন বলে জানিয়েছে ইউটিউব এবং তাই সমস্ত ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরদের উপর নজর রাখা হয়েছে। এর অর্থ হল এখন থেকে কনটেন্ট ক্রিয়েটররা এমন কোনো লেখা থাম্বনেল বা টাইটেলে দিতে পারবেন না, যা ভিডিয়োতে নেই। শুধুমাত্র দর্শককে আকৃষ্ট করার জন্য এমন কিছুই রাখা যাবে না থাম্বনেল ও টাইটেলে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত জানানোর জন্য কোনো উপায় বা পদ্ধতির কথা যদিও এখনও ইউটিউব জানায়নি।


কী পদক্ষেপ করবে ইউটিউব


এই ধরনের ক্লিকবেট ভিডিয়ো আপলোড করলে ইউটিউব প্রাথমিকভাবে সেই ভিডিয়ো মুছে দেবে প্ল্যাটফর্ম থেকে এবং এই ধরনের বিভ্রান্তিকর থাম্বনেল ও টাইটেল সহ ভিডিয়ো দেখানো হবে না। তবে প্রাথমিকভাবে প্রথমবারের জন্য ইউটিউব ভিডিয়ো কনটেন্ট ক্রিয়েটরের উপর কোনো স্ট্রাইক দেবে না, ক্রিয়েটরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না প্রথমবারের জন্য। আর এই নতুন নিয়ম যাতে ক্রিয়েটররা বুখতে পারে সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।


তবে ইউটিউব এখনও স্পষ্ট করে জানায়নি যে ব্রেকিং নিউজ বা সাম্প্রতিক ঘটনা সম্পর্কিত ঠিক কোন কোন ধরনের ভিডিয়ো এই নিয়মের অধীনে আসবে। আর কীভাবেই বা এই ধরনের ক্লিকবেট চিহ্নিত করবে ইউটিউব, সেই সম্পর্কেও কিছু জানায়নি সংস্থা।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: SEBI: ভিডিয়োতে বিনিয়োগের মিথ্যে প্রলোভন, এই ইউটিউবারকে ৯.৫ কোটি জরিমানা সেবির