YouTube Update: ইউটিউবে ভিডিও আপলোড করেন ? ডিলিট হবে না তো

YouTube Removed Videos: 'কমিউনিটি গাইডলাইন' না মানায় ভারতে ১.৭ মিলিয়ন ভিডিয়ো সরিয়ে দিল ইউটিউব। কোম্পানি জানিয়েছে, শুধু ভারতেই নয় বিশ্বব্যাপী এই কাজ করেছে সংস্থা।

Continues below advertisement

YouTube Removed Videos: 'কমিউনিটি গাইডলাইন' না মানায় ভারতে ১.৭ মিলিয়ন ভিডিয়ো সরিয়ে দিল ইউটিউব। কোম্পানি জানিয়েছে, শুধু ভারতেই নয় বিশ্বব্যাপী এই কাজ করেছে ইউটিউব। সংস্থার তৃতীয় ত্রৈমাসিকে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি তার নির্দেশিকা লঙ্ঘনের জন্য বিশ্বব্যাপী ৫.৬ মিলিয়ন ভিডিয়ো তুলে নিয়েছে। 

Continues below advertisement

YouTube Update: প্রথম কাদের নজরে আসে এই ভিডিয়োগুলি
রিপোর্ট বলছে, ইউটিউবের মেশিন এনফোর্সমেন্ট সেগমেন্টে প্রথমে আটকে যায় এই ভিডিয়োগুলি। যার অর্থ কোনও মানুষ নয়, মেশিনের অ্যানেলেটিক্সে প্রথমে নজরে আসে এই নিয়ম ভঙ্গকারী ৯৪ শতাংশ ভিডিয়ো। এর মধ্য়ে ৩৬ শতাংশ ভিডিয়ো একবার দেখার আগেই তুলে নেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, এই সরিয়ে দেওয়া ভিডিয়োর মধ্যে ৩১ শতাংশ ভিডিয়ো এমন ছিল,যেগুলি ১-১০ বারের মধ্যে দেখা হয়েছে। এছাড়াও বাতিলের তালিকায় এমন ৬৭ শতাংশ ভিডিয়ো ছিল, যেগুলি ১০ বারের বেশি দেখা হয়েছে। কমিউনিটি গাইডলাইন না মেনে চলায় এই ভিডিয়োগুলি সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউটিউব।

YouTube Removed Videos: কতগুলি চ্যানেল মুছে দিয়েছে ইউটিউব ? 
টেক সাইটগুলির রিপোর্ট বলছে, ভিডিয়ো তোলার নির্দিষ্ট নির্দেশিকা না মানার জন্য চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ৫ মিলিয়ন বা ৫০ লক্ষেরও বেশি চ্যানেল সরিয়ে দিয়েছে কোম্পানি। এই চ্যানেলগুলির বেশিরভাগই কোম্পানির স্প্যাম নীতি লঙ্ঘনের জন্য বন্ধ করা হয়েছিল,যার মধ্যে বিভ্রান্তিকর মেটাডেটা বা থাম্বনেল, স্ক্যাম, ভিডিয়ো ও  কমেন্ট স্প্যাম রয়েছে। পরিসংখ্যান বলছে, এই ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ২০২২ সালের থার্ড কোয়ার্টারে ৭২৮ মিলিয়নেরও বেশি কমেন্ট সরিয়ে দিয়েছে, যার বেশিরভাগই স্প্যাম ছিল।
 
YouTube Update: কীভাবে সনাক্ত হয়েছে নিয়মভঙ্গের বিষয়গুলি
ইউটিউবের এই ভিডিয়োগুলির মধ্যে ৯৯ শতাংশেরও বেশি সরানো মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করা হয়েছে। YouTube-এ ভিডিয়ো তোলার ক্ষেত্রে 'কমিউনিটি গাইডলাইন' রয়েছে। কেউ যদি এই নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ না করেন তাহলে তাদের ভিডিয়ো সরিয়ে দেয় ইউটিউব। কোম্পানি মেশিন লার্নিং ও হিউম্য়ান রিভিউয়ারদের দিয়ে এই 'কমিউনিটি গাইডলাইন' তৈরি করে। পরবর্তীকালে তা জানিয়ে দেওয়া হয় সব কনটেন্ট ক্রিয়েটরদের। 

আরও পড়ুন : Adani Super App: 5G-র পর এবার বড় চমক, নতুন সুপার অ্যাপ আনছেন গৌতম আদানি

Continues below advertisement
Sponsored Links by Taboola