প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: সকালে গোমতী জেলা, বিকেলে আগরতলা (agartala)। ইন্দিরা গান্ধীর (indira gandhi) প্রয়াণ দিবস (death anniversary) পালনে হামলা (attack) চালাল দুষ্কৃতীরা (miscreants)। জিবি বাজারে কংগ্রেসের (congress) উদ্যোগে দুঃস্থদের খাবার বিলি করা হচ্ছিল। এমন সময়ই তাঁদের উপর হামলা চলে বলে অভিযোগ।
কী ঘটেছিল?
গত কালও গোমতী জেলার উদয়পুর বাগমা থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর এসেছিল। শনিবার রাতে বাগমা কংগ্রেস ভবনে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। কংগ্রেসের অভিযোগ বিজেপির দিকে। পাল্টা হামলা চলে বিজেপির দফতরেও। হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতি বাগমা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তার পর আজও অশান্তির সাক্ষী থাকল ত্রিপুরা। আজ আগরতলার ঘটনায় গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। কাছেই ইন্দ্রনগরে কংগ্রেস কার্যালয়েও হামলার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবি ভাঙচুর করা হয়। প্রতিবাদে পথ অবরোধ করেন কংগ্রেস-কর্মীরা।
উত্তপ্ত ত্রিপুরা...
৩১ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাগমা কংগ্রেস ভবনের সামনে একটি মঞ্চ তৈরি করা হয় হয়েছিল। শনিবার রাতে দুষ্কৃতীরা সেই মঞ্চ-সহ কংগ্রেস ভবনে হামলা চালায়। হাতশিবিরের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। হামলার খবর প্রকাশ্যে আসতেই পাল্টা হামলা চলে বিজেপি-অফিসে। এই রাজনৈতিক সংঘর্ষ তেতে ওঠে এলাকা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। বস্তুত, গত জুনে দক্ষিণ-পূর্বের এই রাজ্যে যে চার আসনে উপনির্বাচন হয় তাতে গেরুয়া ঝড়ের দাপট ধরা পড়লেও আগরতলা কেন্দ্রটি ঝুলিতে পুরেছিল কংগ্রেসের সুদীপ রায়বর্মন। সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরা সুদীপের সেই জয় ভোটের দুরন্ত ফলাফলের মধ্যেও অস্বস্তি তৈরি করে গেরুয়া শিবিরে। ১৭,৪৩১টি ভোট পেয়ে জিতেছিলেন সুদীপ। উপনির্বাচনের এই ফলাফলের পর থেকেই তেতে ওঠে আগরতলা। কংগ্রেস জিততেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আগরতলায় কংগ্রেসের অফিসে হামলা চলে সেই দিনই। হামলার অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে। রক্তাক্ত হন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিন্হা। ঘটনা প্রসঙ্গে ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, "একটা আসনে জিতে ভাবখানা এমন করছে যেন রাজ্য জয় করে নিয়েছে। লজ্জা থাকা উচিত। জমানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের।" তার পর থেকে ছোট-বড় অশান্তি থামেনি।
আরও পড়ুন:আন্দোলন করলেই সবাইকে চাকরি দিতে হবে, এটা হতে পারে না: ব্রাত্য বসু