প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: এই মাসেই ত্রিপুরায় (Tripura) বেশ কিছু বিধানসভা আসনে উপনির্বাচন। ২৩ জুন ত্রিপুরার মোট চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি-সিপিএম। শনিবার ৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে লড়ছেন খোদ মুখ্যমন্ত্রী (Chief Minister) মানিক সাহা। অন্যদিকে আগরতলায় বিজেপিত্যাগী সুদীপ রায়বর্মনের সঙ্গে প্রেস্টিজ ফাইট। এর মধ্যেই এবার ত্রিপুরায় তৃণমূলে (TMC) ভাঙন ধরাল কংগ্রেস (Congress)। সম্প্রতি বিজেপি (BJP) ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করেছে। এবার সামনেই ভোট। তার সঙ্গেই উত্তেজনা বাড়িয়েছে উপনির্বাচনের আগে দলবদল।
কবে ভোট-কোথায় ভোট:
২৩ জুন ৪টি বিধানসভা কেন্দ্রে হাইভোল্টেজ উপনির্বাচন! যার মধ্যে রয়েছে আগরতলা ও টাউন বড়দোয়ালি কেন্দ্র। এখানে কার্যত বিজেপির প্রেস্টিজ ফাইট! কারণ টাউন বড়দোয়ালি কেন্দ্রে বিজেপি প্রার্থী, খোদ মুখ্যমন্ত্রী মানিক সাহা। যার সঙ্গে মূল লড়াই হতে চলেছে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফেরা আশিসকুমার সাহার। একই ভাবে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরেছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনও। তাঁকেই আগরতলায় প্রার্থী করেছে কংগ্রেস। সেখানেও কঠিন লড়াই বিজেপির। পদ্মশিবিরের বাজি সংগঠনের রাজ্য সহ সভাপতি অশোক সিন্হা। ত্রিপুরার অন্য যে দু’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেগুলি হল সুরমা ও যুবরাজনগর। সিপিএম (CPIM) বিধায়ক রমেন্দ্রচন্দ্র নাথের মৃত্যুতে উপনির্বাচন হবে যুবরাজনগর কেন্দ্রে। অন্যদিকে সুরমার বিধায়ক আশিস দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায়, দলত্যাগ বিরোধী আইনে তাঁর পদ খারিজ হয়। সেখানেও ভোট হবে। যদিও সম্প্রতি তৃণমূল নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে ফের ঘাসফুল শিবির ছেড়েছেন আশিস দাস। যদিও এখনও অবধি কোনও দলে যোগ দেননি। সূত্রের খবর, সুরমা বিধানসভায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বর্তমানে তিপ্রা মথা’র চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোর দেববর্মনের দলকে সমর্থন করতে পারে কংগ্রেস।
তৃণমূলের ভাঙন:
উপনির্বাচনের আগেই ত্রিপুরায় দলবদল চলছে। এবার অবশ্য ভাঙন তৃণমূলে। গতবছর পুর নির্বাচনের আগে কংগ্রেসকে ভাঙিয়ে ত্রিপুরায় শক্তি বাড়িয়েছিল তৃণমূল। সুদীপ রায় বর্মনদের ঘরওয়াপসির পরে সেই স্রোত বইছে উল্টোদিকে। শনিবার তৃণমূলের প্রাক্তন রাজ্য সভাপতি দুলাল দাস যোগ দেন কংগ্রেসে। তিনি বলেন, 'একমাত্র কংগ্রেস ছাড়া আর কোনও দলের দেশের মানুষকে বাঁচানোর ক্ষমতা নেই, আমি এ রাজ্যে জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করেছি, যেদিন সুদীপ বাবু প্রথম তৃণমূল কংগ্রেসে যোগ দেন, সেদিন থেকে আজ পর্যন্ত আমি দলত্যাগ করিনি।' সুদীপ রায় বর্মন বলেন, 'উদ্দেশ্য যদি মহৎ হয়েই থাকত, তাহলে তৃণমূলেই থাকতাম। গোয়ায় এদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে, নির্বাচনের কিছুদিন আগে ওখানে প্রার্থী দিয়ে, ভোট কেটে বিজেপিকে পুনরায় ক্ষমতায় বসানোর একটা বিরাট বড় রোল প্লে করেছে তৃণমূল কংগ্রেস গোয়াতে, মণিপুরে।' ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'যারা বিজেপিকে পিছন থেকে, পরোক্ষে ইন্ধন দিতে চাইছেন, তারা অন্য কোনও দলে যোগ দিন, এতে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না, আমরা ৪টে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, আগামী দিনে ফলাফল প্রমাণ করবে ত্রিপুরার মাটিতে তৃণমূলই প্রধান শক্তি।'
চাপে নেই বিজেপি:
বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ বিজেপি। ত্রিপুরা বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য বলেন, 'বিরোধীরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে হবার জন্য নিজেদের মধ্যে লড়াই চালিয়ে যাচ্ছে। এই উপনির্বাচন ভোট পার্সেন্টেজ এর জন্য বিরোধীদের কাছে খুব গুরুত্বপূর্ণ।'
আরও পড়ুন: 'ঝাঁটা-কুড়ুল রাখুন, ভোট লুঠ করতে এলে পাড়া ছাড়া করুন', সুকান্তের মন্তব্যে বিতর্ক