আগরতলা: ত্রিপুরার (Tripura), বীরগঞ্জ (Birganj), ওম্পি (Ompi) ও নতুনবাজার, এই তিন থানার চার্জশিটের ভিত্তিতে অমরপুর আদালতে (Umarpur court) হাজিরা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। ৩০ হাজার টাকার বন্ডের বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর হল। পুরসভার নির্বাচনী প্রচারে এসে আগরতলায় সীতার পাতালপ্রবেশ নিয়ে মন্তব্য করেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক।  


ওই মন্তব্যের প্রেক্ষিতে ত্রিপুরার (Tripura) একাধিক থানায় তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করা হয়। ৫টি থানা চার্জশিট জমা দিয়েছে। তার মধ্যে তিনটি থানার চার্জশিটের প্রেক্ষিতে আজ আদালতে হাজিরা দেন তিনি।


উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ত্রিপুরা পুলিশের চার্জশিটের প্রেক্ষিতে কুণাল ঘোষের বিরুদ্ধে সমন জারি করল আদালত (Umarpur Court)। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে। ত্রিপুরায় পুরভোটের প্রচারে কুণাল ঘোষের বিরুদ্ধে সীতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ত্রিপুরার ৫টি থানা একযোগে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে।


ওই ঘটনায় ৫টি পৃথক মামলায় পাঁচটি আদালতে চার্জশিট জমা করেছে ত্রিপুরা পুলিশ (Tripura Police)। এর মধ্যে একটি চার্জশিটের ভিত্তিতে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে কুণাল ঘোষকে ৩০ মে অমরপুর আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে। কুণাল ঘোষকে আদালতের সমন নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা।


গত বছরের ১২ নভেম্বর ৫টি থানার পুলিশ একযোগে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। সেই ঘটনায় ইতিমধ্যেই আদালতে চার্জশিট জমা পড়ে। বীরগঞ্জ থানার দায়ের করা চার্জশিটের ভিত্তিতে কুণাল ঘোষকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় আদালত। 


এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ত্রিপুরা পুলিশ আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। অকারণ হয়রানি করার চেষ্টা। যে বিষয়ে মামলা, পুলিশের সঙ্গে দেখা করে বুঝিয়ে এসেছিলাম। কোনও ধর্মকে আঘাত করার উদ্দেশ্য নেই। জয়শ্রীরামকে যেখানে রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করছে, আমি সেখানে মা সীতার অপমান ও চলে যাওয়া নিয়ে প্রশ্ন করেছিলাম।


আগামী বছর ত্রিপুরায় বিধানসভা ভোট। পুরভোটের পর ত্রিপুরার বিধানসভা ভোটেও নজর রয়েছে তৃণমূলের। এই অবস্থায়, কুণাল ঘোষকে আদালতের সমন নিয়ে ফের একবার, সরগরম ত্রিপুরার রাজনীতি।


আরও পড়ুন: Sidhu Moose Wala Death: তিন দিক থেকে গাড়ি নিয়ে ঘেরাও, কানাডায় বসে সিধু হত্যার ছক গ্যাংস্টার গোল্ডির


এর আগে আত্মহত্যার চেষ্টা মামলায় কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করলেও শাস্তি মকুব করেন বিচারক। বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য জানিয়েছেন, তিনি কোনও শাস্তি দেবেন না। বিচারক কুণাল ঘোষকে বলেন, ওই সিদ্ধান্ত সঠিক ছিল না।