প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: রাত গড়ালেই ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা (Tripura Bypolls Results)। এই উপ নির্বাচন ঘিরে অশান্তির আবহ তৈরি হয়েছিল। আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় কংগ্রেস (Congress( নেতাকেও। সেই আবহেই রবিবার ফল প্রকাশিত হচ্ছে। এই আবহে প্রথম বার ভোটে দাঁড়ানো মুখ্যমন্ত্রী মানিক সাহার (Manik Saha) কেন্দ্রে কী ফল হয়, সেদিকে তাকিয়ে সকলে। একই সঙ্গে  দুই হেভিওয়েট কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মন, আশিস সাহারও ভাগ্য নির্ধারিত হবে। উপনির্বাচনের আগে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ত্রিপুরায় হাজির হয়েছিলেন। বিজেপি থেকে ফিরে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়কে সেখানে জমি প্রস্তুতের কাজ দেওয়া হয়েছিল। তাই উপ নির্বাচনে তৃণমূলের (TMC) কী ফল হয়, তা নিয়েও রয়েছে কৌতূহল।  


২০২৩-এর বিধানসভা ভোটের আগে এই উপ নির্বাচনকে সেমি ফাইনাল হিসেবেই দেখা হচ্ছে। রবিবার উত্তর-পূর্বের রাজ্যের চার বিধানসভা আসনে উপ নির্বাচনের ফল ঘোষণা।আর এই প্রথম কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন বিপ্লব দেবের জায়গায় মুখ্যমন্ত্রী হওয়া মানিক সাহা। 


বিধানসভা ভোটের ৯ মাস আগে মুখ্যমন্ত্রী হওয়া, টাউন বড়দোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী মানিক সাহা কি কুর্সি ধরে রাখতে পারবেন, না কি এই কেন্দ্রের দু'বারের বিধায়ক হেভিওয়েট কংগ্রেস নেতা আশিস সাহা চমক দেখাবেন, প্রশ্ন ঘুরছে ত্রিপুরার রাজনৈতিক মহলে। ত্রিপুরার পাঁচ বারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী কংগ্রেস প্রার্থী সুদীপ রায়বর্মনের আগরতলায় নজর রয়েছে।


ত্রিপুরায় উপ নির্বাচনে চার আসনে প্রার্থী দাঁড় করিয়েছে তৃণমূল। জোড়াফুল শিবির খাতা খুলতে পারে কিনা, তাও দেখার। একই সঙ্গে পদ্মের আঘাতে দুর্গ ভেঙে  পড়া বামেরা ফের মাথা তুলে দাঁড়াতে পারে কিনা, সে দিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। 


একাধিক দলের রাজনৈতিক ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে এই উপ নির্বাচন। ফলে চার কেন্দ্রের উপ নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তিও চোখে পড়ে ত্রিপুরায়। সবথেকে বেশি গন্ডগোল হয় মুখ্যমন্ত্রী মানিক সাহার কেন্দ্র টাউন বরদোয়ালিতে। ভোটারদের গাড়ি ভাঙচুর, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আগরতলায় ছুরিবিদ্ধ হন যুবক।


এই আবহে রবিবার সকাল আটটা থেকে ত্রিপুরায় শুরু হবে গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েথে ভোট গণনার জন্য। আগরতলা সদররে মহকুমা শাসক অসীম সাহা বলেন, "সাতটি টেবিলে গণনা হবে। ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বাইরে রাজ্য পুলিশ, পুলিশ এবং টিএসআর।"


আগের বিধানসভা নির্বাচনের নিরিখে উপ নির্বাচনের এই চারটি আসনের মধ্যে তিনটি ছিল বিজেপি-র দখলে।  একটিতে জয়ী হয় বিজেপি। তদুই দল নিজের নিজের আসন ধরে রাখতে পারে কিনা, দেখার।