প্রসেনজিৎ সাহা ও সন্দীপ সরকার, ত্রিপুরা: আজ ত্রিপুরা (Tripura) বিধানসভার (Assembly) হাইভোল্টেজ নির্বাচন (Election)। ৬০টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২৫৯ জন প্রার্থী। মোট বুথের সংখ্যা ৩ হাজার ৩৩৭। এর মধ্যে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর মিলিয়ে বুথের রয়েছে প্রায় ১১০০টি। ভোট নিরাপত্তায় নামানো হয়েছে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CISF)। বুথের বাইরে এবং এলাকার নিরাপত্তা দেখবে রাজ্য পুলিশ (Police)।
আয়তন মাত্র ১০ হাজার ৪৯১ বর্গ কিলোমিটার। কিন্তু, নির্বাচনী উত্তাপে যে কোনও বড় রাজ্যের সঙ্গে পাল্লা দিতেই পারে উত্তর-পূর্বের রাজ্য - ত্রিপুরা। আজ ভোটের লাইনে দাঁড়াবেন ত্রিপুরাবাসী। ২৫৯ জন প্রার্থীর ভোটভাগ্য নির্ধারণ করবেন, ২৮ লক্ষ ১৪ হাজার ভোটার।
এবার ৬০ আসনের ত্রিপুরা বিধানসভার ভোটে কাজ করছে গুরুত্বপূর্ণ অনেকগুলি ফ্যাক্টর। ২০১৮-র নির্বাচনে ত্রিপুরায় চমকপ্রদ ফল করে ২ দশকের বাম শাসনকে হটিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু, প্রবল অন্তর্বিরোধের জেরে শেষপর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ বদলে, লড়াইয়ে নেমেছে তারা। উত্তর-পূর্বের এই রাজ্যে, দীর্ঘ ৫ দশকের প্রতিপক্ষ, বাম ও কংগ্রেস, এবারই প্রথম জোট করে ভোটে লড়ছে। গত পুরসভা ভোটে, প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে, ত্রিপুরায় উল্লেখযোগ্য ফল করে তৃণমূল।
বিধানসভা নির্বাচনে ৬০টির মধ্যে তারা এবার লড়ছে ২৮টি আসনে। কংগ্রেস ছাড়ার পরে ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদোৎ কিশোর দেব বর্মন এবার কিং মেকার হওয়ার দৌড়ে! কারণ, আদিবাসী অধ্যুষিত অন্তত ২০টি বিধানসভায় খেলা ঘুরিয়ে দিতে পারে তাঁর দল তিপ্রমথা। ফলে ত্রিপুরাবাসী এবার কী রায় দেবেন, সেদিকে নজর রয়েছে গোটা দেশের। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিতে বলেন, 'যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করেছি। জিরো পোল ভায়োলেন্স টার্গেট, ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামনো হয়েছে, ২৫৯ কোম্পানি সিআরপিএফ, অন্যান্য রাজ্যের রিজার্ভ পুলিশ। যদিও ভোটের আগের দিনও, ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসেছে। ত্রিপুরা পশ্চিম জেলার মোহনপুর বিধানসভায় সিপিএম সমর্থকদের বাড়িতে ঢুকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
আরও পড়ুন, 'এই বাজেট কর্মসংস্থানের বাজেট; যতটা পেরেছি, করেছি', মন্তব্য মমতার
লেফুঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। বিজেপি অভিযোগ খারিজ করেছে। চড়িলাম কেন্দ্রের লাল সিং মুড়া বাজারে বিজেপি কর্মীদের দোকান ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তিপ্রামথার বিরুদ্ধে। ৪ জন আহত। সিপাহিজলা জেলার নলছড় বিধানসভায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। ধর্মনগরে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে! অভিযোগ দায়ের হয়েছে থানায়। ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে, অসম, মিজোরাম সীমানা। বাংলাদেশ সীমান্তেও চলছে কড়া নজরদারি।
তবে কি এবার পেশায় দন্ত চিকিৎসক মানিক সাহার মুখে চওড়া হাসি ফের দেখা যাবে? না কি প্রথমবার জোট করে বাজিমাত করবে বাম-কংগ্রেস? ত্রিপুরার কিং প্রদ্যোৎ কিশোর কি হয়ে উঠবেন কিং মেকার? তৃণমূল কি ডিসাইডিং ফ্যাক্টর হতে পারবে? না কি তৃণমূলকে খালি হাতে ফিরতে হবে? উত্তর মিলবে ২ মার্চ।