আগরতলা: মেরেকেটে এক সপ্তাহও বাকি নেই বিধানসভা নির্বাচনে (Tripura Assembly Elections)। তার আগে ত্রিপুরায় বিজেপি-র (BJP) হয়ে প্রচারে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার আমবাসায় 'বিজয় সঙ্কল্প জনসভা' ছিল তাঁর। সেখান থেকে রাজ্যের পূর্বতন শাসক, সিপিএম-কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। সিপিএম-এর (CPM) আমলে ত্রিপুরায় উঠতে বসতে মানুষ জুলুমের শিকার হতেন, বিজেপি এসে মানুষকে তা থেকে মুক্ত করেছে বলে দাবি করেন তিনি। এ বারের নির্বাচনে ফের বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকার ফেরানোর আর্জি জানান।


শনিবার আমবাসায় 'বিজয় সঙ্কল্প জনসভা' ছিল মোদির


এ দিন আমবাসার সভা থেকে পূর্বতন শাসক সিপিএম-কে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। তিনি বলেন, "আগে ত্রিপুরায় চাঁদার সরকার চলত। তিন দশক ধরে চাঁদা চেয়ে জুলুম চলেছে। চাঁদার মারে লুঠপাচের লাইসেন্স দিয়ে রাখা হয়েছিল। গাড়ি কিনলে, বাড়ি তৈরি করলে, দোকান খুললেো চাঁদা দিতে হত। বিজেপি এসে ত্রিপুরাকে চাঁদামুক্ত করেছে, জুলুমবাজদের হাত থেকে রক্ষা করেছে ত্রিপুরাকে।"


আরও পড়ুন: PM Modi: দোরগড়ায় ভোট, ত্রিপুরায় ঝড় তুলতে জোড়া নির্বাচনী সভা মোদির


ত্রিপুরায় আগে আইনের শাসন ছিল না, সিপিএম ক্যাডারদের রাজত্ব চলত বলেও এ দিন দাবি করেন মোদি। তাঁর বক্তব্য, "আগে ত্রিপুরায় থানা পর্যন্ত পৌঁছতে পারতেন না মানুষ। আগে, পিছে চাঁদা দিতে হতো। থানাও ছিল সিপিএম ক্যাডারদের কব্জায়। বিজেপি এসে ত্রিপুরায় আইনের শাসন কায়েম করেছে। আগে মহিলা, মা-বোনেদের উপর কত অত্যাচার হয়েছে। আজ ত্রিপুরায় মহিলাদের সশক্তিকরণ ঘটেছে। মহিলাদের জীবন সহজতর করে তুলতে কাজ করছে বিজেপি সরকার।"


ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল মোদির


ত্রিপুরায় সপ্তম বেতন কমিশন কার্যকর করে সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির কৃতিত্বও এ দিন বিজেপি-কেই দেন মোদি। মোদি জানান, আগের ভোটে 'হীরা'র প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ারওয়ে। তার বাস্তবায়নে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছে বিজেপি সরকার। জাতীয় সড়কের দৈর্ঘ্য দ্বিগুণ করে তোলার কাজ চলছে জোরকদমে। তাই ১৬ ফেব্রুয়ারি বিজেপি এবং সহযোগী দলগুলির সমর্থনেই ত্রিপুরাবাসীকে বোতাম টিপতে আর্জি জানিয়েছেন মোদি। তাঁর দাবি, মানুষের সমর্থনেই ত্রিপুরা বামেদের কুশাসন থেকে মুক্ত হয়েছে। তাই ফের বিজেপি নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকার ফেরানোর দায়িত্বও মানুষেরই।