New Year 2022: ৭ টায় বাংলা : আর কয়েক ঘণ্টার পরেই নতুন বছরকে স্বাগত জানাতে কতটা তৈরি কলকাতা?। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই নতুন বছরকে স্বাগত জানানোর পালা। বছর শেষে আনন্দে মেতে উঠেছে কলকাতা। কিন্তু তার মধ্যেই রয়েছে করোনা কাঁটা। কীভাবে সেজে উঠেছে শ্রীভূমি, পার্কস্ট্রিট, অ্যালেন পার্ক?
“করোনার জন্য গত দু’বছরে ভোগান্তি হয়েছে। মাঝে একটু শুধরেছিল পরিবেশ। ফের সংক্রমণ যে ভাবে বাড়ছে, তাতে উদ্বেগ বাড়ছে। পুলিশের একার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানুষের সহযোগিতা প্রয়োজন। মাস্ক পরে তবেই বাইরে বেরোন। স্যানিটাইজার ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন,” দায়িত্ব নিয়ে বললেন কলকাতার নতুন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
বর্ষবরণে নিকো পার্কেও দেখা গেল অসচেতনতার ছবি। অনেক মানুষের মুখে মাস্ক থাকলেও, বেশ কয়েকজনকে কোভিড বিধি মানতে দেখা গেল না। মাস্ক থাকলেও অনেকের থুতনির নিচে মাস্ক, কেউ আবার ক্যামেরা দেখে তড়িঘড়ি মাস্ক পরলেন।
বর্ষবরণের উত্সবে কোভিড বিধি বলবত করতে তত্পর কলকাতা পুলিশ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পুলিশের নজরদারি। মাস্ক না পরে কাউকে ঘোরাঘুরি করতে দেখলেই পুলিশ কর্মীরা তাঁকে মাস্ক পরতে বলছেন। কখনও কোভিড বিধি অমান্যকারীদের পুলিশের ধমকও খেতে হচ্ছে। করোনা পরিস্থিতির কথা বলে সতর্কও করে দিচ্ছেন পুলিশ কর্মীরা।
রাজ্যে হু হু করে বাড়ছে করোনা। এই অবস্থায় কোভিড বিধি মানতে জেলায় জেলায় সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পুলিশ। বিধি ভাঙায় সোনারপুরে গ্রেফতার করা হয়েছে ৩০ জনকে।
আলোর রোশনাইয়ে সেজেছে গোটা বিশ্ব। উৎসবে বর্ষবরণ অকল্যান্ডে (Auckland)। এখানে হল বর্ষবরণের অনুষ্ঠান (Happy New Year)।একই ছবি সিডনিতে।
কুলতলির পর গোসাবা। গ্রামের ধারে দেখা মিলল বাঘের। আতঙ্কে গ্রামবাসীরা। লুকিয়ে আছে ম্যানগ্রোভ জঙ্গলে, অনুমান বনদফতরের। জাল দিয়ে ঘেরা হল জঙ্গল।