৭টায় বাংলা (২): 'তোয়ালে মুড়ে টাকা নেওয়া' ইস্যুতে ফের সরব অভিষেক, এখনও কাটল না বাসের ভাড়া-জট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2021 09:37 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তিন বছর পর একজনের ঘুম ভেঙেছে। তোয়ালে মুড়িয়ে টাকা নিয়েছিলেন। বিধানসভা ভোটে যেখানে দাঁড়াবেন হারাব, নাম না করে শোভন চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ নিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেন, 'তোয়ালে মুড়ে টাকা নেওয়ার বিষয়টি বিচারাধীন। এর পিছনে নির্দিষ্টভাবে ছিলেন কেডি সিংহ।' অন্যদিকে কুলতলির সভা থেকে পরিবারতন্ত্র নিয়ে মুখ খুললেন অভিষেক। কালই রাজনীতি ছেড়ে দেব কিন্তু যাদের পরিবারের একাধিক সদস্য সাংসদ, বিধায়ক তাদেরও ছাড়তে হবে, চ্যালেঞ্জ অভিষেকের। এদিকে ভাড়া জট কাটাতে রাজ্যের মুখ্যসচিব আর পরিবহণ সচিবের সঙ্গে বৈঠকে বসেন বাস মালিকরা। কয়েকদিন আগে বাস মালিকদের তরফে হুমকি দিয়ে জানানো হয় অবিলম্বে ভাড়া বাড়ানো না হলে ২৮, ২৯ এবং ৩০ জানুয়ারি বাস ধর্মঘট পালিত হবে।