৭টায় বাংলা (Seg 1): তৃণমূলের প্রার্থী চমক, বালিগঞ্জে বাবুল এবং আসানসোলে উপনির্বাচনে প্রার্থী শত্রুঘ্ন সিনহা | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবালিগঞ্জ এবং আসানসোলে উপনির্বাচনে প্রার্থী ঘোষণায় চমক তৃণমূলের। বালিগঞ্জে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়। আসানসোল উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, ট্যুইট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী লিখেছেন, "সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এটা জানাতে পেরে আমি খুশি যে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়।"
এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা বিরাট বড়। বালিগঞ্জের মতো জায়গায় আমাকে প্রার্থী করেছেন উনি, আমি কৃতজ্ঞ। দল ও দিদিকে ধন্যবাদ জানাই। আমার আর শত্রুঘ্ন সিনহার স্টোরি এক। একটি দলে আমরা ব্যবহৃত হয়েছি।"
প্রার্থী ঘোষণাকে ট্যুইটে খোঁচা বিজেপি নেতা অমিত মালব্যর (Amit Malviya)। ট্যুইটে তিনি লিখেছেন, "অনুমান করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস আসানসোল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘনিষ্ঠ বলে পরিচিত দলের যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) প্রার্থী করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর ভাইপোর ডানা ছাঁটতে বাংলার জন্য একজন সম্পূর্ণ বহিরাগতকে প্রার্থী করেছেন।"