7 Tay Bangla (Seg 1): আনিস-মৃত্যুতে তোলপাড় রাজ্যের একাধিক অংশ । Bangla News
abp ananda
Updated at:
22 Feb 2022 08:50 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআনিস-মৃত্যুতে তোলপাড় রাজ্য। বোলপুরে বিজেপি কর্মীদের মারধরের হুমকি মন্ত্রী চন্দ্রনাথের। বাঁকুড়ায় রাজনৈতিক সংঘর্ষ। মালদায় বিজেপিতে ভাঙন।
কলকাতা মেডিক্যাল কলেজে ‘ভুল করে’ চরক শপথ!শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগে প্রতিবাদ পড়ুয়াদের একাংশের। হিপোক্রেটিক ওথের বদলে কেন চরক শপথ? প্রশ্ন পড়ুয়াদের। মেডিক্যালের প্রথম বর্ষের প্রথম ক্লাসেই চরক শপথ ঘিরে বিতর্ক। ‘চরক শপথ পাঠের বিষয়টি যে চূড়ান্ত হয়নি, বুঝতে ভুল হয়েছে’। চরক শপথ নিয়ে বিতর্কে সাফাই মেডিক্যাল কলেজ অধ্যক্ষের।
পুরভোটের প্রচারে বিজেপি নেতা, কর্মীদের মারধরের হুমকি দিলেন চন্দ্রনাথ সিনহা। বিতর্কের মুখে মন্ত্রী ও বোলপুরের তৃণমূল বিধায়কের সাফাই, তৃণমূল জিতলে বিজেপি সাফ হবে বলতে চেয়েছেন। মন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি।